Advertisment

হাত ছেড়ে জোড়াফুলে, তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব

সোমবারই কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক চ্ছিন্ন করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা৷

author-image
IE Bangla Web Desk
New Update
Sushmita deb joins Tmc

সোমবার সকালেই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছেড়েছিলেন সুস্মিতা দেব৷

তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন অসমের এই প্রাক্তন কংগ্রেস নেত্রীকে দলে স্বাগত জানিয়েছেন৷ সোমবার সকালেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দল ছেড়েছেন সুস্মিতা দেব৷

Advertisment

তার আগে সোমবার সকালেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি পাঠান সুস্মিতা দেব৷ ওই চিঠিতেই তিনি পদত্যাগ করছেন বলে জানান৷ সোনিয়া গান্ধীকে লেখা চিঠির শেষ লাইনে তিনি জানিয়েছিলেন, মানুষের স্বার্থে কাজ কররার জন্য নতুন একটি পর্ব তিনি শুরু করতে চলেছেন৷ চিঠিতে তাঁর সেই লেখা দেখেই বোঝা গিয়েছিল যে তিনি দল বদল করতে চলেছেন৷ সুস্মিতা তৃণমূলে যোগ দেবেন বলেই জল্পনা তুঙ্গে ওঠে সোমবার সকালে৷

সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে সুস্মিতা লিখেছেন, ‘‘আমার এই চিঠিটি জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফাপত্র হিসেবে গ্রহণ করুন৷ ম্যাডাম, ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ দিতে চাই৷ আমাকে সুযোগ ও পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি৷ আমি আশা করব আপনার শুভেচ্ছা আমার সঙ্গে থাকবে৷ মানুষের স্বার্থে কাজ করার জন্য নতুন একটি পর্ব শুরু করতে চলেছি৷’’

অবশেষে জল্পনা সত্যি করে তৃণমূলে যোগ দিয়েছেন অসমের শিলচরের প্রাক্তন এই কংগ্রেস সাংসদ৷ এদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন সুস্মিতা দেব৷ এদিন তৃণমূলের তরফে টুইটে সুস্মিতা দেবের যোগদান প্রসঙ্গে জানানো হয়েছে৷

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও অসমে দলের সংগঠন পোক্ত করতে চাইছে তৃণমূল৷ ত্রিপুরার পাশাপাশি অসমের বাঙালিদের মধ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা রয়েছে৷ বাংলার বাইরে অসম-ত্রিপুরায় দলকে ছড়িয়ে দিতে পারলে জাতীয়স্তরের রাজনীতিতে আরও প্রাসঙ্গিক হতে পারবে তৃণমূল৷ সেই লক্ষ্য নিয়েই ত্রিপুরার পাশাপাশি অসমেও দলের সংগঠন সাজাতে তৎপরতা নিয়েছে জোড়াফুল শিবির৷

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে তৃণমূল নেতৃত্বের আলোচনা চলছিল৷ কংগ্রেস ছেড়ে সুস্মিতা তৃণমূলে যোগ দিতে পারেন বলে গুঞ্জনও ছড়ায় রাজনৈতিক মহলে৷ সোমবার সকালে কংগ্রেসের সদস্যপদ ছাড়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়েছিল৷ শেষমেশ সম্ভাবনাকেই সত্যি প্রমাণ করে হাত ছেড়ে জোড়াফুলে একদা কংগ্রেসের দাপুটে নেত্রী৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS Assam tmc
Advertisment