করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে বিজেপি, সম্প্রতি বিহার নির্বাচনে সেই সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার সভা থেকে সেই তীরেই এবার তৃণমূল সুপ্রিমোকে বিদ্ধ করলেন একদা তাঁরই দলের সৈনিক শুভেন্দু অধিকারী। মমতা বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা করে সেটিকে 'টিকাশ্রী' নামে চালাবেন, এমনই ব্যঙ্গের সুর শোনা যায় শিশির অধিকারী-পুত্রের মুখে।
এদিন পুরুলিয়ার সভা থেকে শুভেন্দু বলেন, "কেন্দ্র সরকারের প্রতিটি প্রকল্পের নাম বদল করেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বানান হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করতেই মুখ্যমন্ত্রী এদিন চিঠি দিয়ে জানালেন উনি নাকি বিনামূল্যে টিকা দেবেন। এরপরই কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, ভুল করে আবার একে টিকাশ্রীর নাম দিয়ে আবার নিজের নামে চালিয়ে না দেন, এটাই ভাবছি।"
প্রসঙ্গত, বঙ্গবাসীর কাছে বিনামূল্যে করোনার টিকা পৌঁছে দিতে চায় রাজ্য সরকার, এমনটাই জানান হয়েছে। বিভিন্ন জেলার পুলিশ ও স্বাস্থ্যকর্তাদের লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর সরকার রাজ্যবাসীর কাছে বিনামূল্যে টিকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। সরকারের এই নীতিগত সিদ্ধান্তের কথা সামনে এনেছেন মুখ্যমন্ত্রী নিজেই। আর এই সূত্র ধরেই শুরু হয়েছে নয়া বিতর্কের।
এছাড়াও এদিন মমতার নাম না নিয়ে শুভেন্দু কটাক্ষ, পুরুলিয়ায় এসে তৃণমূল প্রাইভেট কোম্পানির মালিক মিথ্যাশ্রী বলার জন্য, কুৎসাশ্রী করার জন্য এখানে আসবেন।লোকসভা নির্বাচনে তৃণমূলকে হাফ করেছেন, এবার সাফ করুন।"
এদিকে, রবিবার পুরুলিয়ায় শুভেন্দুর সভাকে ঘিরে প্রবল বিক্ষোভ হয়। ঠিক যেন নন্দীগ্রামের পুনরাবৃত্তি। চেয়ার ছোড়াছুড়ি, হইহট্টগোলে সভা শুরুর আগেই তৈরি হয় বিশৃঙ্খলা। তৃণমূলের পতাকা নিয়ে স্লোগান দিতেও শোনা যায়। যদিও শুভেন্দু দাবি করেছেন, 'এই সবই চক্রান্ত। পুলিশের অনুমতিতে মিছিল। তবু পুলিশের দেখা নেই। এই সবই চক্রান্ত। ডায়মন্ড হারবার থেকে অফিসার এনে এখানে বসিয়েছে। '
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
'বিনামূল্যে ভ্যাকসিনকে টিকাশ্রী নামে চালিয়ে না দেন', মমতাকে টিকা-কটাক্ষ শুভেন্দুর
মমতা বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা করে সেটিকে 'টিকাশ্রী' নামে চালাবেন, এমনই ব্যঙ্গের সুর শোনা যায় শিশির অধিকারী-পুত্রের মুখে।
মমতা বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা করে সেটিকে 'টিকাশ্রী' নামে চালাবেন, এমনই ব্যঙ্গের সুর শোনা যায় শিশির অধিকারী-পুত্রের মুখে।
করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে বিজেপি, সম্প্রতি বিহার নির্বাচনে সেই সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার সভা থেকে সেই তীরেই এবার তৃণমূল সুপ্রিমোকে বিদ্ধ করলেন একদা তাঁরই দলের সৈনিক শুভেন্দু অধিকারী। মমতা বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা করে সেটিকে 'টিকাশ্রী' নামে চালাবেন, এমনই ব্যঙ্গের সুর শোনা যায় শিশির অধিকারী-পুত্রের মুখে।
এদিন পুরুলিয়ার সভা থেকে শুভেন্দু বলেন, "কেন্দ্র সরকারের প্রতিটি প্রকল্পের নাম বদল করেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বানান হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করতেই মুখ্যমন্ত্রী এদিন চিঠি দিয়ে জানালেন উনি নাকি বিনামূল্যে টিকা দেবেন। এরপরই কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, ভুল করে আবার একে টিকাশ্রীর নাম দিয়ে আবার নিজের নামে চালিয়ে না দেন, এটাই ভাবছি।"
প্রসঙ্গত, বঙ্গবাসীর কাছে বিনামূল্যে করোনার টিকা পৌঁছে দিতে চায় রাজ্য সরকার, এমনটাই জানান হয়েছে। বিভিন্ন জেলার পুলিশ ও স্বাস্থ্যকর্তাদের লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর সরকার রাজ্যবাসীর কাছে বিনামূল্যে টিকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। সরকারের এই নীতিগত সিদ্ধান্তের কথা সামনে এনেছেন মুখ্যমন্ত্রী নিজেই। আর এই সূত্র ধরেই শুরু হয়েছে নয়া বিতর্কের।
এছাড়াও এদিন মমতার নাম না নিয়ে শুভেন্দু কটাক্ষ, পুরুলিয়ায় এসে তৃণমূল প্রাইভেট কোম্পানির মালিক মিথ্যাশ্রী বলার জন্য, কুৎসাশ্রী করার জন্য এখানে আসবেন।লোকসভা নির্বাচনে তৃণমূলকে হাফ করেছেন, এবার সাফ করুন।"
এদিকে, রবিবার পুরুলিয়ায় শুভেন্দুর সভাকে ঘিরে প্রবল বিক্ষোভ হয়। ঠিক যেন নন্দীগ্রামের পুনরাবৃত্তি। চেয়ার ছোড়াছুড়ি, হইহট্টগোলে সভা শুরুর আগেই তৈরি হয় বিশৃঙ্খলা। তৃণমূলের পতাকা নিয়ে স্লোগান দিতেও শোনা যায়। যদিও শুভেন্দু দাবি করেছেন, 'এই সবই চক্রান্ত। পুলিশের অনুমতিতে মিছিল। তবু পুলিশের দেখা নেই। এই সবই চক্রান্ত। ডায়মন্ড হারবার থেকে অফিসার এনে এখানে বসিয়েছে। '
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন