দুয়ারে ভোট, তার আগে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে তৃণমূল মন্ত্রী, বিধায়কদের। 'বেসুরো'র তালিকায় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে বিধায়ক তথা দলের মুখপাত্র প্রবীর ঘোষাল। চলছে তৃণমূল বিধায়কদের বিজেপিতে যোগদান। এর মাঝেই জোড়া-ফুল ছেড়ে পদ্ম শিবিরের নাম লেখানোর জন্য প্রকাশ্যে দলীয় মঞ্চ থেকে তৃণমূলের মন্ত্রী ও বিধায়ককে বার্তা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
চন্দননগরের সার্কাস ময়দানের বুধবার বিজেপির সভা ছিল। সেখান থেকেই তৃণমূলের দুই 'বেসুরো' মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্য়ায় ও বিধায়ক প্রবীর ঘোষালকে পদ্ম পতাকা হাতে নেওয়ার আহ্বান জানান শুভেন্দু। বলেন, 'হাওড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায় জিতেছিল। শুনছি নাকি সে এখন বেসুরো। আজ সকালে দেখলাম প্রবীর ঘোষালও নাকি বেসুরো। সবাই বেসুরে গান গাইছে না। রাজীব কী করবেন জানি না। আমি বলব কর্মচারী হয়ে যদি থাকতে চান, তাহলে তৃণমূলে থাকুন। নাহলে বিজেপিতে আসতেই হবে।'
সিঙ্গুরে মাস্টারমশাই তথা বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যও পঞ্চায়েত সমিতির প্রধান মনোনয়র ঘিরে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁর ছেলে তুষার ভট্টাচার্যও বিজেপিমুখী বলে এদিন সভায় জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'তুষারও বলছে, দাদা আমি বিজেপি করব।'
এরপরই নিজের তৃণমূল ছাড়ার কারণ জানিয়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী। বলেছেন, 'আমি কর্মচারী হয়ে থাকার লোক নই। বিজেপিতে সহকর্মী হয়ে থাকব। নীতিগত সমঝোতা করিনি। ২৭ নভেম্বর ইস্তফা দিয়েছি। বলতে পারেন, এতগুলো দফতর দিয়েছে। ওইগুলি সব ল্যাম্পপোস্ট। কোনও রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা জনসভা থেকে হয়? এটা নামেই সর্বভারতীয় দল। পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কিছু নেই।'
আরও পড়ুন- ফের ভাঙন, এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শান্তিপুরের কংগ্রেস বিধায়কের
এদিনও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নেতাই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে হাফ-লাখ ভোটে পরাজয় নিশ্চিৎ বলে এদিনও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন