Advertisment

'নন্দীগ্রামে ছক্কা মেরেছি, ভবানীপুরের ভোট চাপিয়ে দিয়েছেন মমতা', বিস্ফোরক শুভেন্দু

শেষবেলার প্রচারে সকাল থেকেই দফায়-দফায় উত্তপ্ত ভবানীপুর। প্রচারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় দিলীপ ঘোষ, অর্জুন সিংদের।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikaris indicative post on nandigram

শুভেন্দু অধিকারী।

শেষবেলার প্রচারে ভবানীপুরে ঝড় তুলল বিজেপি। দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সমর্থনে সভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধানা শুভেন্দু অধিকারীর। 'ভবানীপুর উপনির্বাচন চাপিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের খরচ তৃণমূলের থেকেই তোলা হোক', প্রচার সভায় এদিন এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। একুশের তাঁর জয় নিয়ে মমতাকে বিঁধে এদিন শুভেন্দুর চাঁচাছোলা কটাক্ষ, 'নন্দীগ্রামে ছক্কা মেরেছি, আমাকে হারাতে গিয়ে নিজেই হেরে চলে এসেছেন।'

Advertisment

আগামী বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। তার আগে আজই প্রচারের শেষ দিন। সকাল থেকেই ভবানীপুর জুড়ে জোরদার প্রচার শাসক-বিরোধী সব পক্ষের। সকালেই ভবানীপুর কেন্দ্রের শম্ভুনাথ পণ্ডিত রোডে প্রচারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিংকে। তাঁকে ঘিরে ধরে ‘বহিরাগত হুঁশিয়ার’, ‘গো ব্য়াক’ স্লোগান দেন স্থানীয়রা।

এরই কিছু সময় পরে যদুবাবুর বাজারে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় সদ্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও। তাঁকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। এমনকী এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। দিলীপ ঘোষকে বাঁচাতে এক সময় তাঁর দেহরক্ষীকে বন্দুক উঁচিয়ে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যেতে দেখা যায়। যাবতীয় ঘটনার দায় তৃণমূলের উপরেই চাপিয়েছে বিজেপি।

এরপর ভবানীপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার সভায় চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে এদিন শুভেন্দু বলেন, 'ভবানীপুরের ভোট চাপিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের খরচ তৃণমূলের থেকেই তোলা হোক।'

আরও পড়ুন- ধুন্ধুমার যদুবাবুর বাজার, দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, মাথা ফাটল বিজেপি কর্মীর

মমতা-অভিষেককে একযোগে বিঁধে এদিন শুভেন্দুর আরও তোপ, 'মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের আর ভাইপোর স্বার্থ ছাড়া কারও স্বার্থ দেখেন না।' ভবানীপুরে প্রচারে গিয়ে একাধিকবার বাধার মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থী-সহ নেতা-কর্মীদের। শেষবেলার প্রচারে সোমবারও দিলীপ ঘোষ, অর্জুন সিংকে নিগ্রহের অভিযোগ ওঠে। এপ্রসঙ্গে শাসক শিবিরকে কাঠগড়ায় তুলে শুভেন্দু বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়েরর সঙ্গে পুলিশ, গুণ্ডা আছে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Mamata Banerjee Suvendu Adhikari Bhabanipur By-poll
Advertisment