Advertisment

আজ বিকেলেই শুভেন্দু-ধনকড় সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা?

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে নিজে ও ৫০ জন বিজেপি বিধায়ককে নিয়ে রাজ্যপালের সঙ্গে আগেই দেখা করেছিলেন বিরোধী দলনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu adhikari led delegation of bjp mlas will meet governor jagdeep dhankhar today

আজ আবারও এই দৃশ্য দেখা যেতে পারে।

মঙ্গলবার বিকেলে বিজেপির বিধায়কদের প্রতিনিধি দল নিয়ে রাজভবন যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে। এদিন সকালে টুইটে এই খবর জানিয়েছেন রাজ্যপাল। টুইটে জগদীপ ধনকড় লিখেছেন, 'পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী বিধায়কদের প্রতিনিধি দল বিকেল ৪টেয় রাজভবনে আসবেন।'

Advertisment

গত মাসে দিল্লি সফর সেরে রাজ্যে ফিরে বিভিন্ন ইস্যুতে বার তিনেক রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের ফল বেরনোর পরেই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে নিজে ও ৫০ জন বিজেপি বিধায়ককে নিয়ে রাজ্যপালের সঙ্গে আগেই দেখা করেছিলেন বিরোধী দলনেতা। মঙ্গলবার বিকেলে আবারও রাজভবনে যাবেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।

মুকুল রায় কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছেন স্পিকার। এর প্রতিবাদে বিধানসভার কোনও কমিটির চেয়ারম্যান পদে বিজেপি বিধায়করা না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, মঙ্গলবার ৮ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে চলেছেন বিজেপির আটজন বিধায়ক। সেই কারণেই অধিবেশন বন্ধ থাকলেও তাঁদের বিধানসভায় আসতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা ছাড়াও মিহির গোস্বামী, অশোক লাহিড়ী, কৃষ্ণ কল্যাণী সহ বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে এর পরেই রাজ ভবনে যাবেন শুভেন্দু। মুকুল রায় ইস্যুছাড়াও, বিধানসভায় বিরোধী বিধায়কদের কথা বলার মত গণতান্ত্রিক পরিস্থিতি নেই বলেও শুভেন্দু অধিকারী রাজ্যপালকে নালিশ জানাতে পারেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Suvendu Adhikari Suvendu Adhikari as opposition Leader Jagdeep Dhankhar bjp
Advertisment