Advertisment

'কান টানলে তো মাথা আসবে', তোপ শুভেন্দুর

কে ডি সিংকে দিয়েই তো নারদ করিয়েছিলেন, সবাই তো জানে। কার বিয়েবাড়ি দিল্লিতে স্পনসর করেছিল কে ডি সিং, সেটা সবাই জানে।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বেআইনি আর্থিক লেনদেন মামলায় আপাতত ইডি হেফাজতে অ্যালকেমিস্ট কর্তা কে ডি সিং। যা নিয়ে শুরু হয়েছে রাজনাতিক চাপানউতোর। ধৃত অ্যালকেমিস্ট কর্তা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। ফলে চিটফান্ড কাণ্ডে তাঁর এই গ্রেফতারিকে নিশানা করেছে রাজ্যের বিরোধী দলগুলো। এই ইস্যুতেই প্রাক্তন দলকে আক্রমণ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, 'কান টানলে মাথাতো আসবেই।'

Advertisment

ঠিক কী বলেছেন শুভেন্দু?

রাজ্যের শাসক দলের প্রাক্তন সাংসদের গ্রেফতারি নিয়ে বুধবার তৃণমূলকে কড়া নিশানায় বিদ্ধ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'এই চিটফান্ডের মাধ্যমে অ্যালকেমিস্ট ও কে ডি সিং রাজ্যের ৭০ লক্ষ পরিবারকে প্রতারিত করেছে। যাঁরা প্রান্তিক, নিম্নবিত্ত তাঁদের প্রতারিত করা হয়েছে। পঞ্জি স্কিমের আড়ালে হাজার-হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবার তাদের সম্পত্তি বেচে গরিব মানুষের টাকা ফেরত দেওয়া হোক।'

এই গ্রেফতারির ফলে কি চিট-ফান্ডকাণ্ডে জড়িত আরও বড় বড় মাথাদের হদিশ মিলবে? জবাবে শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, 'কান টানলে তো মাথা আসবেই।'

নারদকাণ্ডে প্রকাশিত ভিডিও-তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছে বলে অভিযোগ। এই ইস্যুতে আগে বিজেপি, বর্তমানে তৃণমূল দারা বিদ্ধ শুভেন্দু। অভইযোগ, ওই স্টিং অপারেশনের সম্পূর্ণ টাকা কে ডি দিয়েছিলেন। এ প্রসঙ্গ টেনে এদিন বিজেপি নেতা বলেন, 'কে ডি সিংকে দিয়েই তো নারদ করিয়েছিলেন, সবাই তো জানে। কার বিয়েবাড়ি দিল্লিতে স্পনসর করেছিল কে ডি সিং, সেটা সবাই জানে।'

প্রাক্তন সাংসদের গ্রেফতারিতে বিড়ম্বনা বেড়েছে জোড়া-ফুল শিবিরের। কে ডি-র সঙ্গে দলের এখন সম্পর্ক নেই বলে তুলে ধরতে মরিয়া তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, 'ইডি অর্থমন্ত্রকের অধীনস্থ সংস্থা। কে ডি সিং-এর দোষ দেখেছে তাই গ্রেফতার করেছে। তবে ওর সঙ্গে দীর্ঘদিন দলের কোনও সম্পর্ক নেই। উনি এখন আর তৃণমূলের সাংসদও নন।'

সামনেই ভোট। তার আগে তৃণমূলের প্রাক্তন সাংসদের গ্রেফতারি নিয়ে শাসক-বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তুমুল বাক যুদ্ধ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc chit fund Bengal chit fund Suvendu Adhikari
Advertisment