/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/suvendu-5.jpg)
তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি পদ থেকে অপসারিত শুভেন্দু
দ্বিতীয় দফার ভোটের আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানো হল। এখন থেকে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে ঘিরে থাকবেন ১৫ জন মহিলা সিআরপিএফ। প্রচারে বিভিন্ন জায়গায় গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শুভেন্দুকে। সূত্রের খবর, সেই কারণেই এই ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন।
নন্দীগ্রামে প্রচারকালে সকলের বাড়ি বাড়ি গিয়ে সমস্যা জানার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। একাধিক জনসভা করছেন নিজের এলাকায়। বিভিন্ন জায়গায় বাধার মুখেও পড়তে হয়েছে তাঁকে। কোথাও তাঁর গাড়ি ঘিরে বিজেপি কর্মীদের অতি উৎসাহ নজরে পড়েছে, আবার তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে, বিক্ষোভের মুখে পড়েছেন দোর্দদণ্ডপ্রতাপ এই নেতা। তবে বেশিরভাগ জায়গাতেই মহিলা কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দুকে। সেই কারণেই কমিশনের তরফে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানো হল বলে কমিশন সূত্রে খবর।
মন্ত্রিত্ব ছাড়ার সময়ই ‘জেড প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তাছাড়েন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। পরে বিজেপিতে যোগদানের সময়ই তাঁকে কেন্দ্রের তরফে‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়। দেওয়া হয় বুলেট প্রুফ গাড়ি।
পাশাপাশি ‘ওয়াই ’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দাকে। গতকাল প্রচারে বেড়িয়ে আক্রমণের শিকার হন তিনি। তাঁর গাড়ি ভেঙে দেওয়া হয়। তৃণমূল দুষ্কৃতীবাহিনী এই কাজ করেছে বলে অভিযোগ। তারপরই নিরাপত্তা বাড়ানো হল ময়নায় বিজেপি প্রার্থীর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন