শুধু 'পিসি-ভাইপো'-কেই নয়, উত্তর ২৪ পরগনায় দাঁড়িয়ে তৃণমূলের ভোট স্ট্র্যাটিজিস্ট প্রসান্ত কিশোরকেও নিশানা করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁকে 'কিশোর কুমার' বলেও কটাক্ষ করেন শুভেন্দু।
দিন কয়েক আগেই এক টিভি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর সাফ জানিয়েছিলেন আসন্ন বিধানসভা ভোটে বিজেপির থেকে তৃণমূল এগিয়ে শুরু করবে। নিজের দাবির প্রেক্ষিতে যুক্তিও দিয়েছিলেন ভোট স্ট্র্যাটিজিস্ট। সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছিলেন, 'প্রচারে ৭০ শতাংশ ভোটারের কাছে পৌঁছবে বিজেপি।'
প্রশান্ত কিশোরের এই মন্তব্যের প্রেক্ষিতেই এ দিন তাঁকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী। কিছুটা কটাক্ষের সুরে তিনি বলেন, 'কী একজন এসেছে না, কী যেন নাম... কী কুমার... কিশোর কুমার। কয়েকদিন আগে টিভিতে কী বলছে?'
এরপরই শুভেন্দু বলতে থাকেন, 'বলছে, বিজেপি তো ৭০টা ভোটার দিয়ে শুরু করবে। আমাদের কাছে তো আরও ৩০টা এমনিতেই রয়েছে। ৩০ জন ভোটার আমাদের রিজার্ভ রয়েছে। ফিক্সড ডিপোজিট। আর ওদের তো ৭০ জন ভোটার নিয়ে লড়তে হবে। তা মাননীয় কুমারকে বলতে হবে সেই ৩০ কারা? তাহলে বাকি ৭০? পদ্মফুল।'
রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিজেপিতে যোগ দেওয়ার পরই গত সপ্তাহে টুইটে প্রশান্ত কিশোর বলেছিলেন, 'বাংলার আসন্ন ভোটে বিজেপি দুই অঙ্কের আসন সংখ্যা পার করলেই দায়িত্ব ছাড়বো।' এই প্রসঙ্গে তুলে ধরে চড়া সুরে তিনি যোগ করেন, 'উখাড়কে ফেকনা হোগা, অউর কমল কি ফুল খিলানা হোগা'
উল্লেখ্য, প্রশান্ত তৃণমূলের সঙ্গে যুক্ত হওয়ার পরই সংগঠনের পর্যবেক্ষক পদ তুললে দেওয়া হয়। যা নিয়েই দলের সঙ্গে শুভেন্দুর বিরোধের সূত্রপাত। এরপর শুভেন্দুর সম্পর্কে নানান অভিযোগ তৃণমূল নেতৃত্বের কাছে তুলে ধরেছিল পিকে-র টিম। ডায়মন্ডহারবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তা স্পষ্ট করেছিলেন। তাই টিভি সাক্ষাৎকারে মেরুকরণের রাজনীতির যে ইঙ্গিত প্রশান্ত কিশোর করেছিলেন সুযোগ পেয়েই তার যুৎসই জবাব দেওয়ার চেষ্টা করেছেন তৃণণূলের প্রাক্তন দোর্দদণ্ডপ্রতাপ নেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন