কথা ছিল, রবিবার মোদীর ব্রিগেডের পর প্রার্থী ঘোষণা করবে বিজেপি। কিন্তু জল্পনার অবসান করে শনিবার সন্ধেয় বাংলার বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দুই দফার প্রার্থী ঘোষণা করল বিজেপি। এদিন দিল্লির সদর দফতরে প্রথম ও দ্বিতীয় দফার ৫৭টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়। প্রত্যাশা মতোই নন্দীগ্রামে হেভিওয়েট কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। হাইভোল্টেজ ভোটযুদ্ধ দেখা এবার শুধু সময়ের অপেক্ষা।
একইসঙ্গে ডেবরাতে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে। যিনি গত লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে অভিনেতা দেবের বিপক্ষে দাঁড়িয়ে হেরেছিলেন ভারতী। কিন্তু এবার এই কেন্দ্রও বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ সেই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী আরেক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। দুই প্রাক্তন পুলিশ কর্তার লড়াই এবার দেখা যাবে ডেবরাতে। প্রার্থী তালিকায় আরও চমক, প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে প্রার্থী করা হয়েছে ময়না কেন্দ্রে। উল্লেখ্য, শুভেন্দুর হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতিকে প্রার্থী করেনি বিজেপি। তবে পুরুলিয়ায় ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে টিকিট দিয়েছে বিজেপি।
এদিকে, শুভেন্দু নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন শুনেই উচ্ছ্বসিত তাঁর বাবা তথা কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। এদিন সংবাদমাধ্যমকে প্রার্থী তালিকা প্রসঙ্গে আবারও বলেন, নন্দীগ্রামে বিপুল ভোটে জিতবেন শুভেন্দু। পূর্ব মেদিনীপুরে তৃণমূল ভাল অবস্থায় নেই। দলনেত্রী জেদ করে নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন। তাঁর হার নিশ্চিত। একনজরে দেখে নিন বিজেপির ৫৭টি আসনের প্রার্থী তালিকা-
পটাশপুর- ডা. অম্বুজাক্ষ মোহান্তি
কাঁথি উত্তর- সুনীতা সিং
ভগবানপুর- রবীন্দ্রনাথ মাইতি
খেজুরি- শান্তনু প্রামাণিক
কাঁথি দক্ষিণ- অরূপ কুমার দাস
রামনগর- স্বদেশ রঞ্জন নায়েক
এগরা- অরূপ দাস
দাঁতন- শক্তিপদ নায়েক
নয়াগ্রাম- বাকুল মুর্মু
গোপীবল্লভপুর- সঞ্জিত মাহাতো
ঝাড়গ্রাম- সুখময় শতপথি
কেশিয়ারি- সোনালি মুর্মু
খড়গপুর- তপন ভুঁইয়া
গরবেতা- মদন রুইদাস
শালবনি- রাজীব কুণ্ডু
মেদিনীপুর- সমিত দাস
বিনপুর- পালন সরেন
বান্দোয়ান- পারসী মুর্মু
জয়পুর- নরহরি মাহাতো
পুরুলিয়া- সুদীপ মুখোপাধ্যায়
মানবাজার- গৌরী সিং সর্দার
পারা- নদিয়া চাঁদ বাউড়ি
রঘুনাথপুর- বিবেকানন্দ বাউড়ি
শালতোড়া- চন্দনা বাউড়ি
ছাতনা- সত্যনারায়ণ মুখোপাধ্যায়
রানিবাঁধ- ক্ষুদিরাম মুর্মু
রায়পুর- সুধাংশু হাঁসদা
গোসাবা- চিত্ত প্রামাণিক
পাথরপ্রতিমা- অসিত হালদার
কাকদ্বীপ- দীপঙ্কর জানা
সাগর- বিকাশ কামিলা
তমলুক- হরেকৃষ্ণ বেরা
পাঁশকুড়া পূর্ব- দেবব্রত পট্টনায়েক
পাঁশকুড়া পশ্চিম- শিন্টু সেনাপতি
ময়না- অশোক দিন্দা (ক্রিকেটার)
নন্দকুমার- নীলাঞ্জন অধিকারী
মহিষাদল- বিশঅবনাথ মুখোপাধ্যায়
হলদিয়া- তাপসী মণ্ডল
নন্দীগ্রাম- শুভেন্দু অধিকারী
চণ্ডীপুর- পুলককান্তি গুড়িয়া
নারায়ণগড়- রামপ্রসাদ গিরি
সবং- অমূল্য মাইতি
পিংলা- অন্তরা ভট্টচার্য
ডেবরা- ভারতী ঘোষ
দাসপুর- প্রশান্ত বেরা
ঘাটাল- শীতল কপট
চন্দ্রকোনা- শিবরাম দাস
কেশপুর- প্রীতীশরঞ্জন কুয়ার
তালড্যাংরা- শ্যামল কুমার সরকার
বাঁকুড়া- নীলাদ্রি শেখর দানা
ওন্দা- অমর শাখা
বিষ্ণপুর- তন্ময় ঘোষ