ফের তৃণমূল-শুভেন্দু সংঘাত। তবে এবার টুইটে। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের (Dipak Burman) গাড়ি লক্ষ্য করে আক্রমণ চালানোর ঘটনায় সরাসরি তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন নন্দীগ্রামের 'জয়ী' বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
Advertisment
ঠিক কী ঘটেছে?
ফালাকাটার বিজেপি বিধায়ক গোটা ঘটনাটি ফেসবুকে জানিয়ে লিখেছেন, "ফালাকাটার ময়রাডাঙ্গা অঞ্চলের গলাকাটা এলাকাতে কেন্দ্রীয় সরকারের ৫ কেজি চাল-গম রেশন দোকানে কম দেওয়ায় সেখানে বিজেপির ১৪ নং মণ্ডলের সংখ্যালঘু মোর্চা সভাপতি সাঈদ আলী মহাশয় প্রতিবাদ করলে তৃণমূলের লোক তার উপর চড়াও হয় এবং তাঁকে আক্রমণ করা হয়।"
পরবর্তী সময়ে সেখানে আমি গেলে আমার গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারা হয়। যার ফলে আমার গাড়ির কাচ ভেঙে যায়। এই প্রকার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও দুষ্কৃতীদের দ্রুত শাস্তির আবেদন করছি।"
এই ঘটনা প্রসঙ্গে মমতা শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শিশির অধিকারী পুত্র। টুইটে তিনি লেখেন, "ফালাকাটার বিধায়ক মাননীয় দীপক বর্মন মহাশয়ের গাড়ি উপর তৃণমূলের দুষ্কৃতীরা নৃশংস হামলা চালিয়েছে। এই বর্বোরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই।"
যদিও তৃণমূলের তরফে এই গোটা ঘটনাটি অস্বীকার করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন