খাস কলকাতায় শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা। আক্রান্ত বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ও উত্তর কলকাতার জেলা বিজেপি সভাপতি শিবাজি সিংহরায়। বুধবার রাতে কাঁকুড়গাছিতে একটি সভা সেরে ফেরার সময় ফুলবাগান এলাকায় শুভেন্দুর গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ।
বুধবার সকাল থেকেই উত্তপ্ত ছিল কাঁকুড়গাছি – বেলেঘাটা চত্বর। দিনভর সেখানে বোমাবাজি হয় বলে অভিযোগ। কয়েকদিন আগে স্থানীয় বিজেপি নেতা প্রসেনজিৎ সাউয়ের উপর হামলা হয়। বুধবার রাতে তার প্রতিবাদে জনসভা করেন শুভেন্দু। কিন্তু ফুলবাগান মোড় থেকে ৪০০ মিটার পেরোতেই ইট, লোহার রড নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী, এমনটাই অভিযোগ করা হয় বিজেপির তরফে।
তৃণমূলের পালটা অভিযোগ, বিজেপি হামলা চালিয়েছে। শুভেন্দুর দেহরক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে ঘাসফুল শিবির। তৃণমূলের আক্রমণে বিজেপি নেতা শিবাজি সিংহ রায় গুরুতর আহত হয়েছেন বলে দাবি বিজেপির। তাঁকে বাইপাসের ধারে একটি
বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই গাড়ি নিয়ে এলাকা ছাড়েন শুভেন্দু। ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন