Advertisment

'চোর চোর চোরটা অভিষেকের পিসিটা' এবার পাল্টা স্লোগান শুভেন্দুর

এবার আর ভাইপো নয় সরাসরি অভিষেকের নাম নিয়েই স্লোগান তুলে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikaris new slagan to attack abhishek and mamata banerjee

মমতা-অভিষেক এবং শুভেন্দু

স্লোগান-পাল্টা স্লোগানে মেতেছিল রাজ্যের বিগত বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনের আগে ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৎকালীন রাজ্য়ের মন্ত্রী ও তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বাবা প্রবীণ সাংসদ শিশির অধিকারী। তৃণমূল তখন রাজ্যব্য়াপী স্লোগান তুলেছিল 'চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা'। বুধবার নন্দীগ্রাম থেকে পাল্টা স্লোগান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টার্গেট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এবার আর ভাইপো নয় সরাসরি অভিষেকের নাম নিয়েই স্লোগান তুলে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে।

Advertisment

বুধবার নন্দীগ্রামের সোনাচুড়ায় পুজোর পোষাক উপহার হিসাবে তুলে দেওয়ার এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, 'বাংলায় পুনরায় ক্ষমতায় আসার পরও তৃণমূল আমাকে(শুভেন্দু) টার্গেট করে কুৎসিত প্রচার করে বলে চলেছে 'চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা' আবার আমাদের লোকেরা যদি বলে 'চোর চোর চোরটা অভিষেকের পিসিটা' তাহলে কি হবে? আমাদের লোকেরা এসব করে না। নির্বাচন যখন আসে তখন একে অপরের বিরুদ্ধে বলবে। সারা বছর এসব করতে নেই।' এদিন তিনি আরও বলেন, 'শাসকদল খেলা হওয়ার কথা বলে চলেছে। খেলা তো হচ্ছে!'

রাজ্যপালের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণে অস্বীকার করা নিয়ে কটাক্ষও করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই শপথগ্রহণ প্রথা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে উঠেছে। শুভেন্দু বলেন, 'হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন। এই মুখ্যমন্ত্রী কোনটা উচিৎ আর কোনটা অনুচিত সে কি কারও পরামর্শ নিয়ে চলবে, না সংবিধান মেনে চলে! মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিহার থেকে পিকের নাম কাটিয়ে এখানে নাম তুলিয়েছেন।' একইসঙ্গে তিনি বলেন, 'ভোট পরবর্তী হিংসায় মৃত দেবব্রত মাইতিকে শহীদের মর্যাদা দেওয়া হবে। তাঁকে খুনের অপরাধে ১২ জনকে জেলে ঢুকতে হবে। এখানে তাঁদের নাম বলছি না।' কিভাবে খেলা হচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, 'খেলা শুরু হয়েছে। সেখ সুফিয়ানকে সিবিআই ডাকছে। খেলাতো হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় সিবিআই এর হাত ধরে কান্নাকাটি করছে। ভাইপো কয়লা কান্ডে ৯ ঘন্টা জেরার মুখে পড়েছে।'

আরও পড়ুন- জারি গ্রেফতারি পরোয়ানা, মুখ খুললেন খোদ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Mamata Banerjee abhishek banerjee Suvendu Adhikari
Advertisment