Advertisment

দলত্যাগী বিজেপি বিধায়ককে শুভেন্দুর মারাত্মক 'হুমকি'! সরগরম বিধানসভা

বিরোধী দলনেতার বিরুদ্ধে 'হুমকি'র অভিযোগে সরগরম হল রাজ্য বিধানসভা। মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu canceled uluberia meeting because of High Courts conditions

শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতার বিরুদ্ধে 'হুমকি'র অভিযোগে সরগরম হল রাজ্য বিধানসভা। অভিযোগ, এ দিন বিধানসভায় অধিবেশন চলাকালীনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলত্যাগী রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃ্ষ্ণ কল্যাণীকে হুমকি দিয়েছেন। বিধায়কের বাড়িতে আয়কর দফতরের আধিকারিকদের পাঠানো হবে বলে হুঁশিয়ার করেছেন বলে দাবি বিধায়কের। কৃষ্ণ কল্যাণী যা অধ্যক্ষের নজরে আনতেই মুখ খোলেন মুখ্যমন্ত্রীও। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ৷

Advertisment

স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে বুধবার অধিবেশনে আলোচনা আলোচনা চলছিল। বিরোধী দলনেতা আক্রমণ করছিলেন শাসক শিবিরকে। সেই সময়ই কৃষ্ণ কল্যাণী সহ দলত্যাগী বিজেপির বেশ কয়েকজন বিধায়ক শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রতিবাদ জানান। যা নিয়েই শুরু হয় বচসা। দলের প্রতীকে জেতা বিধয়কদের সঙ্গে কথাকাটাটি হয় আসানসোল দক্ষিণের বিধায়ক আগ্নিমিত্রা পলের। পরে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা।

ওয়াকআউটের সময়ই দেখা যায়, কৃষ্ণ কল্যাণীর দিকে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে দু-একটি কথাও বলেন। কৃষ্ণ কল্যাণীর অভিযোগ, সেই সময়ই তাঁকে হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা। বলেছেন, 'বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু আমার বাড়িতে আয়কর দফতরের অফিসারদের পাঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন৷' বিজেপি বিধায়কদের ওয়াকআউটের পর বিষয়টি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে জানান দলত্যাগী বিজেপি বিধায়ক।

বিধানসভাতে উপস্থিত মুখ্যমন্ত্রী সেই সময় এ নিয়ে মুখ খোলেন। বলেন, 'এর থেকেই স্পষ্ট হচ্ছে যে ইডি, আয়কর, সিবিআই-কে আসলে কারা চালায়৷' অধ্যক্ষ জানিয়েছেন, হুমকির প্রমাণ মিললে কড়া শাস্তি হতে পারে শুভেন্দু অধিকারীর। পরে সাংবাদিকদের বিরোধী দলনেতা বলেন, 'অন রেকর্ড বলেছি কিনা আগে তো ওরা সেটা প্রমাণ করুক। আসলে মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন, চোখ দিয়ে শোনেন৷'

আরও পড়ুন- ‘বিধানসভায় বিরোধীদের বলতে বাধা, ব্যক্তিগত আক্রমণ মুখ্যমন্ত্রীর’, তোপ শুভেন্দুর

Suvendu Adhikari opposition leader Mamata Banerjee Suvendu Adhikari bjp
Advertisment