রাজ্যের প্রকল্পের সাফল্য নিয়ে মুখ্যমন্ত্রীর ভাষণ, টুইটে বিঁধলেন শুভেন্দু

বিধানসভা ভোটের আগে থেকেই তৃণমূল সুপ্রিমোকে নানা ইস্যুতে বিঁধে একের পর এক তোপ দেগে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷

বিধানসভা ভোটের আগে থেকেই তৃণমূল সুপ্রিমোকে নানা ইস্যুতে বিঁধে একের পর এক তোপ দেগে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, Suvendu Adhikari, ED, Abhishek Banerjee, Bhabanipur bypoll, BJP, TMC, bangla news, bengali news, bangla news today, bengali news today, মমতার কর্মিসভা, ভবানীপুরে মমতার কর্মিসভা, মমতা বন্দ্যোপাধ্যায়

মমতার নিশানায় শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে টুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ রাজ্যের প্রকল্পগুলির সাফল্য নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি ভিডিও টুইটে তুলে ধরে কটাক্ষ বিজেপি নেতার৷ টুইটে বিরোধী দলনেতা শাসকদল তৃণমূলকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘প্রিয় টিএমসি, এটা কি? আপনার অ-নির্বাচিত মুখ্যমন্ত্রীর মতে বিশ্বে কতটি দেশ আছে? মৌলিক ভূগোল পাঠ জরুরিভাবে প্রয়োজন!’’

Advertisment

আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ রাজ্যের উন্নয়নে একাধিক প্রকল্প চালু রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিজেই সেই প্রকল্পগুলির নামকরণ করেছেন মু্খ্যমন্ত্রী৷ এদিন শুভেন্দু অধিকারী টুইটে একটি ভিডিও প্রকাশ করেছেন৷ সেই ভিডিওটিতে মুখ্যমন্ত্রীকে কন্যাশ্রী, উৎকর্ষ বাংলা প্রকল্পের সাফল্য নিয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছে৷ এদিন টুইটে সেই ভিডিওটিই পোস্ট করেছেন বিরোধী দলনেতা৷

আরও পড়ুন- ‘লাগামছাড়া সন্ত্রাস, অলিখিত জরুরি অবস্থা ত্রিপুরায়’, ক্ষোভে ফুঁসছে তৃণমূল

রাজ্যের বিধানসভা ভোটের আগে থেকেই একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে নানা মন্তব্য করতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে৷ একের পর এক সভা, সমাবেশে তৃণমূল সুপ্রিমোকে একটানা আক্রমণ করে গিয়েছেন তিনি৷ ভোটের পরও তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে চলেছেন শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রাম কেন্দ্র থেকে হেরে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী পদে থাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছিলেন শুভেন্দু৷ এদিন ফের তাঁর বক্তব্যের অংশ তুলে ধরে টুইটে কটাক্ষ বিরোধী দলনেতার৷

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Mamata Banerjee Suvendu Adhikari