মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে টুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ রাজ্যের প্রকল্পগুলির সাফল্য নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি ভিডিও টুইটে তুলে ধরে কটাক্ষ বিজেপি নেতার৷ টুইটে বিরোধী দলনেতা শাসকদল তৃণমূলকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘প্রিয় টিএমসি, এটা কি? আপনার অ-নির্বাচিত মুখ্যমন্ত্রীর মতে বিশ্বে কতটি দেশ আছে? মৌলিক ভূগোল পাঠ জরুরিভাবে প্রয়োজন!’’
আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ রাজ্যের উন্নয়নে একাধিক প্রকল্প চালু রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিজেই সেই প্রকল্পগুলির নামকরণ করেছেন মু্খ্যমন্ত্রী৷ এদিন শুভেন্দু অধিকারী টুইটে একটি ভিডিও প্রকাশ করেছেন৷ সেই ভিডিওটিতে মুখ্যমন্ত্রীকে কন্যাশ্রী, উৎকর্ষ বাংলা প্রকল্পের সাফল্য নিয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছে৷ এদিন টুইটে সেই ভিডিওটিই পোস্ট করেছেন বিরোধী দলনেতা৷
আরও পড়ুন- ‘লাগামছাড়া সন্ত্রাস, অলিখিত জরুরি অবস্থা ত্রিপুরায়’, ক্ষোভে ফুঁসছে তৃণমূল
রাজ্যের বিধানসভা ভোটের আগে থেকেই একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে নানা মন্তব্য করতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে৷ একের পর এক সভা, সমাবেশে তৃণমূল সুপ্রিমোকে একটানা আক্রমণ করে গিয়েছেন তিনি৷ ভোটের পরও তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে চলেছেন শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রাম কেন্দ্র থেকে হেরে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী পদে থাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছিলেন শুভেন্দু৷ এদিন ফের তাঁর বক্তব্যের অংশ তুলে ধরে টুইটে কটাক্ষ বিরোধী দলনেতার৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন