Suvendu Adhikary: নির্বাচনে সামাজিক সুরক্ষায় একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেই ঘোষণার বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন, ‘মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো কেমন পালন হচ্ছে আমরা ৫ মে’র পর থেকে দেখছি। প্রথমে ন্যূনতম আয় নিশ্চিত করার কথা বলে এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হাত খরচা বা টোকেন মানির কথা বলছেন।‘ তাঁর মন্তব্য, ‘সামাজিক সুরক্ষা প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে বিজেপির কোনও আপত্তি নেই। কিন্তু তার আগে সরকারি কর্মীদের প্রাপ্য, অস্থায়ী কর্মীদের বকেয়া, বকেয়া ডিএ, শূন্যপদে নিয়োগ করে বেকারদের মুখে হাসি ফোটানো হোক।'
এদিন কাটমানি প্রসঙ্গেও সরকারকে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়লে কাটমানির ভয় থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবে নানা খাতে নগদ হস্তান্তর করেন।‘ এ প্রসঙ্গে উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা সরাসরি ব্যাঙ্কে ফেলা হবে। এমন প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নির্বাচনী প্রতিশ্রুতি পালন করছে না তৃণমূল কংগ্রেস। এদিন সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনকি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সব মহিলাকে আওতাভুক্ত করার দাবি জানান বিরোধী দলনেতা। এদিকে, রাজ্য সরকার গৃহীত অপর একটি সামাজিক সুরক্ষা প্রকল্প ‘দুয়ারে রেশন’-এর ভবিষ্যৎ এদিন স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ভাইফোঁটার দিন অর্থাৎ ৬ নভেম্বর থেকে রাজ্যে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প।‘ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রসঙ্গে তাঁর ঘোষণা, ‘জেনারেল কোটার মহিলারা ৫০০ টাকা এবং এসসি/এসটি মহিলারা ১০০০ টাকা করে পাবেন।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন