/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/dilip-1.jpg)
ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে ইতিমধ্যেই প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে কংগ্রেস। ভবানীপুরে বিজেপি প্রার্থী করছে কাকে? দলের রাজ্য সভাপতির কথায়, “এবার আর শুভেন্দু অধিকারী নন। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই একবার ওঁকে হারিয়েছেন। কেন একজন প্রার্থীই বারবার ওঁকে হারাবেন? এবার অন্য কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।”
এমনিতেই বাকি কেন্দ্রগুলি বাদে শুধুমাত্র ভবানীপুরেই উপনির্বাচনের দিন ঘোষণা নিয়ে কমিশনের উপর বেজায় ক্ষুব্ধ বঙ্গ বিজেপি। বেছে-বেছে ভবানীপুরেই কেন উপনির্বাচনের দিন ঘোষণা হল তা নিয়ে প্রশ্ন তুলেছে পদ্ম শিবির। এব্যাপারে আদালতে পর্যন্ত যাওয়ার ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের। সোমবার দুর্গাপুরে এমনই ইঙ্গিত মিলেছিল বিজেপি রাজ্য সভাপতির কথায়। এদিকে, ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, “ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দেবে। বামেদের সঙ্গে জোট করেই আমরা মমতা বন্দ্যোপাধ্যের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত।”
বেছে-বেছে ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের উপর বেজায় চটেছে বিজেপি। কমিশনের সমালোচনার পাশাপাশি গতকাল দুর্গাপুরে এপ্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোকেও কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, “হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি আবার যে জিতবেন এর নিশ্চয়তা কোথায়? কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েই ছাড়বেন বলে মনে হচ্ছে।”
আরও পড়ুন- Daily Horoscope, 7 September 2021: নতুন সুযোগ কুম্ভের, হতাশা সিংহের! পড়ুন রাশিফল
এদিকে, শুধুমাত্র ভবানীপুরেই উপনির্বাচনের দিন ঘোষণা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বিজেপি। আইনজীবীদের সঙ্গে এব্যাপারে দলের তরফে কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ। তবে ভবানীপুর নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। শুভেন্দু অধিকারীর বদলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনপ্রিয় কোনও মুখকেই প্রার্থী করতে পারে বিজেপি। আলোচনা চললেও এব্যাপারে এখনও পর্যন্ত পাকা কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us