Advertisment

ভোটে পরাজিত স্বপন দাশগুপ্তয় আস্থা গেরুয়া শিবিরের, রাজ্যসভায় ফের মনোনিত

কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুসারে এবার মোট ১২ জনকে রাজ্যসভায় মনোনীত করেছেন রাষ্ট্রপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Swapan Dasgupta renominated to Rajya Sabha

স্বপন দাশগুপ্তকে ফের রাজ্যসভায় মনোনিত করলেন রাষ্ট্রপতি।

একুশে বাংলার ভোটে প্রত্যাখ্যাত স্বপন দাশগুপ্তকে ফের রাজ্যসভায় মনোনিত করলেন রাষ্ট্রপতি। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত ভারতীয় সংসদের উচ্চকক্ষের সাংসদ হিসাবে কাজ করবেন তিনি। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এই মনোনয়নের কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুসারে এবার মোট ১২ জনকে রাজ্যসভায় মনোনীত করেছেন রাষ্ট্রপতি।

Advertisment

বাংলা জয়কেই এবার টার্গেট করেছিল গেরুয়া শিবির। বিধানসভা ভোটে টিকিট দেওয়া হয় পাঁচ সাসংদকে। তারকেশ্বর থেকে একুশের ভোটে বিজেপির হয়ে লড়াই করেন স্বপ দাশগুপ্ত। নিজে লড়াইয়ে প্রথমে রাজি না থাকলেও জানা যায় দলের উচ্চ নেতৃত্বের ইচ্ছাতেই ভোটে লড়াই করতে হয় তাঁকে। কিন্তু, তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। ভোটের ফলাফলের ঠিক এক মাসের মাথায় স্বপন দাশগুপ্তকে ফের রাজ্যসভায় সাংসদ পদে পিরিয়ে আনা হল। এই মনোনয়ন কার্যত পরাজিত প্রার্থীকে গেরুয়া শিবিরের পুনর্বাসন বলেই মত রাজ্নৈতিক বিশ্লেষকদের।

যদিও প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই স্বপণ দাশগুপ্তকে নিয়ে বিতর্ক তৈরি হয়। রাজ্যসভার মনোনিত সদস্য হওয়া সত্ত্বেও কীভাবে প্রাক্তন এই সাংবাদিক বিধানসভা ভোটের লড়াইতে নামলেন তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিয়ম লংঘনের দায়ে স্বপনবাবুর সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছিল তৃণমূল।

অবশ্য বিতর্কে এড়াতে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন স্বপন দাশগুপ্ত। এরপর ভোটে লড়েন স্বপনবাবু। তবে হেরে যান। পরাজিত স্বপনবাবুকে ফের তাঁর পুরনো পদ ফিরিয়ে দেওয়া হতে পারে বলে পদ্ম শিবির সূত্রে গুঞ্জন ছিল, যা এ দিন বাস্তবায়িত হল।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Swapan Dasgupta Rajya Sabha bjp
Advertisment