/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Swearing-in-Ceremony.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই (বাম থেকে তৃতীয়)। (পিটিআই)
বুধবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিষ্ণুদেও সাই। চারবারের লোকসভা সাংসদ এবং তিনবারের রাজ্য বিজেপি প্রধান তিনি।
VIDEO | Vishnu Deo Sai sworn in as Chief Minister of Chhattisgarh in Raipur. pic.twitter.com/mS6Aq84JcK
— Press Trust of India (@PTI_News) December 13, 2023
রাজ্যে বিজেপির বর্তমান সভাপতি অরুণ সাও এবং সাংগঠনিক নেতা বিজয় শর্মা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠান পর্যন্ত, নতুন দুই উপমুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিজেপি এবং সরকারি আধিকারিকরা, সকলেই চুপচাপ ছিলেন। যার জেরে জল্পনা ছড়ায়। দুই উপমুখ্যমন্ত্রীর মধ্যে অরুণ সাও, সাহু (তেলি) সম্প্রদায়ের ওবিসি মুখ।
VIDEO | Arun Sao sworn in as Deputy CM of Chhattisgarh in Raipur. pic.twitter.com/gdDBn0PJXD
— Press Trust of India (@PTI_News) December 13, 2023
আর, বিজয় শর্মা ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতা। তিনি একজন সাংগঠনিক নেতা। যিনি কাওয়ার্ধা থেকে কংগ্রেসের মহম্মদ আকবরকে পরাজিত করেছেন।
VIDEO | Vijay Sharma sworn in as Deputy CM of Chhattisgarh in Raipur. pic.twitter.com/Q9aS8rAlmq
— Press Trust of India (@PTI_News) December 13, 2023
এর পাশাপাশি, বুধবার ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহন যাদব। রাজেন্দ্র শুক্লা ও জগদীশ দেবদা তাঁর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। যাদব একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং মধ্যপ্রদেশের উজ্জয়িনী দক্ষিণের তিনবারের বিধায়ক।
জগদীশ দেবদা তফসিলি জাতি (এসসি) জাতির। আর, রাজেন্দ্র শুক্লা বিন্ধ্যপ্রদেশ অঞ্চলের অবিসংবাদী ব্রাহ্মণ মুখ হিসেবে সরকারে স্থান পেলেন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/MP-Dy-CM.jpg)
শপথগ্রহণ অনুষ্ঠানে মধ্যপ্রদেশের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঞ্চে আসার সঙ্গে সঙ্গেই জনতা তাঁর উদ্দেশ্যে 'মামা, মামা' স্লোগান দিতে শুরু করেন। কারণ, শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রাজনীতিতে 'মামা' নামেও পরিচিত। নতুন সরকার সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিবরাজ সিং চৌহান বলেন, তাঁর আশা মোহনলাল যাদব মধ্যপ্রদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। এটুকু সময় ছাড়া গোটা শপথ অনুষ্ঠানজুড়ে উঠেছে 'মোদী, মোদী' স্লোগান।
আরও পড়ুন- ২২ সাল বাদ, ফিরে দেখা! গণতন্ত্রের পীঠস্থান কীভাবে নড়ে উঠেছিল ১৩ ডিসেম্বর?
শপথ অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা-সহ বিজেপির প্রায় সব শীর্ষস্থানীয় নেতারাই। মধ্যপ্রদেশে শপথগ্রহণ অনুষ্ঠানের পরে তাঁরা ছত্তিশগড়ের রায়পুরে গিয়েছিলেন।