মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ১০ই মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার আগে প্রচারে ঝড় তুলেছে সব রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ শনিবার রাজ্যে শুরু করেছে মেগা রোড’শো। সকাল ১০টায় বেঙ্গালুরুতে শুরু হয় মোদীর এই রোড’শো। তাঁর আজকের রোড শো ১৭ টি বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। মোদীর আজকের এই রোড’শোতে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। বজরং দলকে নিষিদ্ধ করা নিয়ে বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড’শোতে হনুমানের পোশাকে এক ব্যক্তি হাজির হন। মোদীর সঙ্গে ছিলেন সাংসদ তেজস্বী সূর্য (বেঙ্গালুরু দক্ষিণ) এবং পিসি মোহন।
এখনও অবধি প্রধানমন্ত্রী মোদীর রোডশোর পুরো রুটটি জাফরান রঙে রাঙানো দেখা গেছে। রাস্তার দুপাশে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে এবং জড়িত দলের কর্মী ও সমর্থকরাও জাফরান শাল এবং ক্যাপ পরেছেন। তিন ঘণ্টা ধরে চলবে এই রোডশো। বিজেপি নেতৃত্ব জানিয়েছে এই রোডশো, দুপুর দেড়টা পর্যন্ত চলবে, ১৭ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে আজকের এই রোড’শো। বেঙ্গালুরুতে মোদীর ২৬ কিলোমিটার দীর্ঘ রোড’শো দেখতে হাজার হাজার মানুষের সমাগম হয়।
গত শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে মেগা রোডশো করেন। রাস্তার দুই ধারে ছিল উৎসাহী জনতার ঢল। দীর্ঘ সময় ধরেই তাঁরা প্রধানমন্ত্রীকে একবার চোখের দেখা দেখবার জন্য অপেক্ষা করেছিলেন। মোদীর গাড়ির কনভয় আসার সঙ্গে সঙ্গে বিজেপি নেতা কর্মী ও স্থানীয় জনতা তাঁকে লক্ষ্য করে পুষ্পবৃষ্টি করতে থাকে।
এদিনও কার্যত ফুলের বৃষ্টিতে স্নান করলেন প্রধানমন্ত্রী। আবারও একবার প্রমাণিত হল জনপ্রিয়তায় তিনি এখনও এই দেশের বর্তমান নেতাদের মধ্যে শীর্ষে। বেঙ্গালুরুরতে প্রধানমন্ত্রী মোদীর মেগা রোড শো। রাস্তার দুই ধারে উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মত। প্রধানমন্ত্রীকে লক্ষ্য শুরু হয় পুষ্পবৃষ্টি। বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদীর আজকের এই রোডশো সকাল ১০টায় শুরু হয় এবং শেষ হবে দুপুর দেড়টায়। তাঁর রোড শো ১৭টি বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। ১০ লাখের বেশি মানুষ আজকের এই রোড’শোতে অংশ নিয়েছেন বলেই দাবি করেছেন বিজেপি নেতৃত্ব।