Advertisment

দিলীপ-কৈলাসের বিরুদ্ধে তোপ, 'নগরের নটী' মন্তব্যের জের, তথাগতকে তলব করল বিজেপি হাইকমান্ড

তথাগত রায়কে দিল্লিতে তলব করল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বর্ষীয়ান নেতা নিজেই বৃহস্পতিবার টুইটে একথা জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP leader Tathagata Ray shares dissent Voice, Bengal Poll, Poll debacle, Dilip Ghosh, JP Nadda

বহুদিন ধরেই বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে সরব তথাগত।

বহুদিন ধরেই দলের বিরুদ্ধে 'বেফাঁস' মন্তব্য করে আসছেন। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে‘নগরের নটী’ বিতর্ক এবং দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের বিরুদ্ধে তোপ। এর জেরে তথাগত রায়কে দিল্লিতে তলব করল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বর্ষীয়ান নেতা নিজেই বৃহস্পতিবার টুইটে একথা জানিয়েছেন।

Advertisment

তথাগত লিখেছেন, ‘আমাকে দলের শীর্ষনেতৃত্বের তরফে যত দ্রুত সম্ভব দিল্লি আসতে বলা হয়েছে। সাধারণ তথ্য হিসেবে জানানো হল’।

এর আগে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত মঙ্গলবার সকালে টুইটারে দলের একাধিক অভিনেত্রী প্রার্থীদের বিরুদ্ধে তোপ দাগেন। তথাগত রায় টুইটে লিখেছিলেন, "পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন এবং হেরে ভূত হয়েছেন, তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাস-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’

এদিকে বর্ষীয়ান বিজেপি নেতার এহেন মন্তব্য নিয়ে রাজ্য বিজেপির অন্দরে ক্ষোভ তৈরি হয়েছিল। পায়েল সরকার যেমন সাফ জানিয়ে দেন, “কেউ একদিনে রাজনীতিবিদ হয়ে যান না। আপনিও হননি!” সরব হয়েছিলেন তনুশ্রীও। এরপর অভিনেত্রীদের পর রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়দেরও তোপ দাগেন তথাগত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Tathagata Roy
Advertisment