Advertisment

'দয়া করে ফিটার মিস্ত্রীটিকে প্রচারে নামাবেন না', তথাগত-র বোমা, কাকে নিশানা?

'ওই ফিটার মিস্ত্রীটিকে নামাবেন না যার বক্তব্য শুধু, “মেরে দেব”, “পুঁতে দেব”, “বিধবা করে দেব”।'

author-image
IE Bangla Web Desk
New Update
tathagata roy on asansol ballygunge reelection bjp campaign

তথাগত রায়।

আসানসোল লোকসভা বিজেপির ঘাঁটি বলেই পরিচিত। সেই ২০১৪ সাল থেকেই ওই কেন্দ্রে পদ্ম ফুটছে। তবে, বাবুল সুপ্রিয় এখন জোড়া-ফুলে। তাই উপনির্বাচনে দলের রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তথা বিধায়ক আগ্নিমিত্রা পালের কাঁধেই গড় ধরে রাখার চ্যালেঞ্জ। আগ্নিমিত্রাই এবার আসানসোল লোকভা উপনির্বাচনেরগেরুয়া প্রার্থী। লড়াই মূলত তৃণমূলের শত্রুঘ্ন সিনহার সঙ্গে। এদিকে, আসানসোলেরই একদা সাংসদ বাবুল এবার বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জোড়া-ফুল প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে ভোট বাড়াতে পারবে বিজেপি? এই প্রশ্নই যখন বড় হয়ে দাঁড়িয়েছে, তখন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির টুইটে ফের শোরগোল।

Advertisment

বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনে বিজেপির প্রচার নিয়ে এ দিন টুইট করেছেন তথাগত রায়। সাফ নিশানা করেছেন দলের এক শীর্ষ নেতাকে। যদিও নাম উল্লেখ নেই তাঁর টুইটে। তথাগতবাবু লিখেছেন, 'আসানসোল ও বালিগঞ্জে বিজেপির প্রার্থী মনোনয়ন হয়ে গেছে। বেশ কথা। এবার মনে রাখবেন এই কেন্দ্রগুলো শিক্ষিত মানুষ অধ্যুষিত। এখানে বক্তৃতা করতে যেন ওই ফিটার মিস্ত্রীটিকে নামাবেন না যার বক্তব্য শুধু, “মেরে দেব”, “পুঁতে দেব”, “বিধবা করে দেব”। পশ্চিমবঙ্গে হিন্দুর বিপদ সম্বন্ধে কথা বলুন।'

একুশের পরাজয়ের পর কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন সম্পর্কে নানা কথা বলেছিলেন তথাগত রায়। যা নিয়ে বিতর্ক কম হয়নি। ভোট বিপর্যয়, তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের প্রার্থী করা, ফের দলত্যাগ নিয়ে রাজ্য নেতৃত্বের একাংশকেও দায়ী করেতোপ দেগেছিলেন তিনি। সেই রেশই বজায় রয়েছে দলের প্রাক্তন রাজ্য সভাপতির টুইটে।

কাকে 'ফিটার মিস্ত্রি' বলে নিশানা করেছেন তথাগতবাবু? তার কোনও উল্লেখ টুইটে নেই। তবে, গতবার বিধানসভা ভোট পর্বে, তার আগে ও পরে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করতে শোনা গিয়েছিল তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। সেইসময় তাঁর মুখে শাসক দলকে নিশানা করে 'মেরে দেব', 'পুঁতে দেব' শব্দ শোনা গিয়েছিল। যা নিয়ে অস্বস্তিতেও পড়েছিল বিজেপি। এছাড়া, দলের পরাজয়ের জন্যও দিলীপ ঘোষকে নাম করেই এর আগে আক্রমণ করেছিলেন তথাগত রায়। ফলে, অনেকেরই ধারণা তথাগত রায়ের এদিনের টুইটের মূল নিশানা খড়গপুরের সাংসদকেই উদ্দেশ্য করেই।

dilip ghosh Tathagata Roy bjp
Advertisment