New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/tej-pratap-singh-yadav-aishwarya-rai-romantic-photo_759.jpg)
লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব কিছুদিন আগেই (অন্য এক) ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয়ে করে খবর হবার পর আরও একবার শিরোনামে এলেন একটি রোমান্টিক ছবির দৌলতে।
Advertisment
ছবিতে সদ্য বিবাহিত এই জুটিকে সাইকেল চড়ে চোখে চোখ রেখে হাসতে দেখা যাচ্ছে। রাজনৈতিক নেতাদের সাধারণত এই মেজাজে পাওয়া যায়না বলেই হয়ত ছবিটি প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে।
Advertisment
অসংখ্য ইনস্টা ইউজার ছবিটিতে প্রচুর মেসেজ লিখেছেন। কেউ লিখেছে, 'আহা...... দেশি জুটি', আরেকজন লিখেছেন 'রব নে বানা দি জোড়ি'। অন্য এক রসিক ইউজার লিখেছেন, "ভবিষ্যতের জন্য জ্বালানি বাঁচিয়ে রাখতে যুবসমাজের রোল মডেল"।
পড়ুন এরকমই আরও অনেক মজার কমেন্ট।