Advertisment

কংগ্রেস সভাপতির কথায় তেলে-বেগুনে জ্বলে উঠলেন বিজেপি নেতারা, ব্যাপক হই-হল্লা

ক্ষমা চাইতেই হবে, দাবিতে অনড় বিজেপি নেতারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian and Chinese troops, Mallikarjun Kharge, Rajnath Singh, India China clash, India China face off, India China border dispute, Rajnath Singh, Rajnath on India China clash, India China news, China incursion, China transgression, Rajya Sabha, Tawang clash, Rajnath Singh’s statement, Opposition members demand discussion after Rajnath Singh’s statement news, india news, indian express

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার স্বাধীনতা সংগ্রামের সময় বিজেপি তথা সংঘ পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। শুধু প্রশ্ন তোলাই নয়, এনিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতেও অস্বীকার করেছেন খাড়গে। সংসদে বিরোধীদের প্রবল হইচইয়ের মধ্যেই বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে খাড়গে বলেন, 'আমি এখনও বলছি, স্বাধীনতা সংগ্রামে বিজেপি ও সংঘ পরিবারের কোনও ভূমিকা নেই।'

Advertisment

তাঁর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে বিজেপির সাংসদরা। তাঁরা খাড়গেকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু, কংগ্রেস সভাপতি পরিষ্কার জানিয়ে দেন যে সেসবের কোনও প্রশ্নই নেই। এর আগের দিনই অবশ্য খাড়গে বলেছিলেন, 'বিজেপির একটা কুকুরও স্বাধীনতা সংগ্রামে হারায়নি।' তাঁর এই মন্তব্য নিয়েই মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভার শীতকালীন অধিবেশন। আক্রমণের সেই ঝাঁঝকেই তীব্র করে মঙ্গলবার সংসদে কংগ্রেস সভাপতি বলেন, 'আমি রাজস্থানের আলোয়ারে ভারত জোড়ো যাত্রায় যা বলেছি, সেটা সংসদের বাইরে বলেছি। তাই নিয়ে এখানে আলোচনার কোনও প্রয়োজনই নেই।'

শুধু এই সাফাই দিয়েই তিনি শান্ত থাকেননি। কংগ্রেস সভাপতি এরপর সংসদের অভ্যন্তরেও স্পষ্ট করে দেন যে তিনি নিজের বক্তব্যে অনড়। বিজেপির সদস্যদের রীতিমতো কটাক্ষ করে খাড়গে বলেন, 'যাঁরা ক্ষমা চাইতে বলছেন, তাঁরা এমন ব্যক্তিদের ক্ষমা চাওয়ার জন্য বলেছেন, যাঁদের দলে স্বাধীনতা সংগ্রামে বিপুল অবদান। শুধু তাই নয়, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী দেশের জন্য প্রাণ দিয়েছেন।' এরপরই ট্রেজারি বেঞ্চে বসা বিজেপির সদস্যদের দিকে তাকিয়ে খাড়গে বলেন, 'আপনাদের মধ্যে কে বা কারা দেশের একতার জন্য প্রাণ দিয়েছেন?'

আরও পড়ুন- বিশ্বকাপ তো জিতলেন, আদৌ ট্রফি ঘরে তুলতে পারবেন মেসিরা?

এর আগে সোমবার ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে আয়োজিত একটি সমাবেশে, খাড়গে দেশের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বিজেপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'আপনার বাড়ির কুকুরও কি দেশের জন্য মারা গেছে? তবুও তারা নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করে। আর যদি আমরা কিছু বলি, তবে আমাদের দেশদ্রোহী হিসেবে আখ্যা দেয়।'

Read full story in English

CONGRESS Mallikarjun Kharge bjp
Advertisment