Advertisment

'বাংলার অক্সিজেন সাপ্লাই চেন সেল উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে কেন্দ্র', বিস্ফোরক মমতা

'কেন্দ্রের উদাসীনতায় দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ। করোনা নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে আমাকে ডাকা হয়নি।'

author-image
IE Bangla Web Desk
New Update
mamata modi kalaikunda

করোনা মোকাবিলায় ব্যর্থ কেন্দ্রীয় সরকার। মানা হয়নি হু-য়ের পরামর্শও। ভার্চুয়াল সভাতে সরব হলেন তৃণমূল নেত্রী। কেন্দ্র বাংলার অক্সিজেন সাপ্লাই চেন 'সেল' উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে বলে এদিন তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সিজেন সরবরাহতে বৈষম্য নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী।

Advertisment

দেশজুড়ে অক্সিজেনের চাহিদা তুঙ্গে। কিন্তু যোগান নগন্য। ফলে বাড়ছে হাহাকার। বাংলাতেও ঘটতি রয়েছে অক্সিজেনের। তৃণমূল নেত্রীর অভিযোগ, 'কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারতে চাইছে। অক্সিজেন দিচ্ছে না। তারউপর বাংলার অক্সিজেন সাপ্লাই চেন 'সেল' উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে। দরকার লাগলে নেবে, কিন্তু আগে দেখতে হবে তো এরাজ্যের কী অবস্থা। তা দেখা হচ্ছে না।' তবে তাঁর আশ্বাস, 'এই মুহূর্তে আমাদের কাছে ২০ হাজার সিলিন্ডার মজুত রয়েছে। আমরা রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন পুরোটা নিয়ে নিয়েছি। শিল্পের কাজে ব্যবহার করার অক্সিজেন এবার স্বাস্থ্যে ব্যবহার করা হবে।'

ভ্যাকসিন বন্টন নিয়ে মমতা কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, '৬০ শতাংশ ভ্যাকসিন গুজরাট পেল কিন্তু অন্য রাজ্যগুলি ১৫ শতাংশ মতো পেয়েছে। গুজরাটে পার্টি অফিস থেকে ইনজেকশান দিচ্ছে।'

মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার হু-য়ের সতর্কবাণীতে কর্ণপাত করেনি। মুখ্যমন্ত্রীর কথায়, 'গত ৭ মার্চ স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছিলেন, কোভিড চলে গিয়েছে। কিন্তু হু অক্সিজেন মজুত রাখতে বলেছিল ২০২০ সালেই। কেন তা শোনা হল না? হু-এর এই নির্দেশিকার কথা আমাদের জানানোই হয়নি। এখন জানতে পারছি। আগে জানলে কিছু করা যেত।'

অতি বিপজ্জনহারে সংক্রমিত দেশের ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এদিন বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকে তাঁকে ডাকা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'আমাকে মিটিংয়ে আমন্ত্রণ করেনি। ডাকলে কথা বলতাম।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee West Bengal modi coronavirus Oxygen Oxygen shortage during second wave of Corona
Advertisment