Advertisment

দীর্ঘদিন বিল জমা দেননি, প্রচুর টাকা বকেয়া, আজাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আজাদ ঘনিষ্ঠরা ঘটনার কথা স্বীকার করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Gulam_Nabi_Azad

গুলাম নবি আজাদ

জম্মু ও কাশ্মীর প্রশাসন শনিবার উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ডেমোক্রেটিক আজাদ প্রগ্রেসিভ পার্টির চেয়ারম্যান গুলাম নবি আজাদ এবং জম্মু ও কাশ্মীর বিজেপির সভাপতি রবিন্দর রায়না-সহ বেশ কয়েকজনের বাসভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এই ব্যাপারে প্রশাসনের অভিযোগ, এই সব ব্যক্তিদের কেউই বিদ্যুতের বকেয়া বিল শোধ করেননি। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই ব্যাপারে আজাদের সঙ্গে যোগাযোগ করা না-গেলেও, রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলের নেতার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে শনিবার সন্ধ্যায় আজাদের বাসভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

Advertisment

আর, জম্মু কাশ্মীর বিজেপির রাজ্য সভাপতি রবিন্দর রায়না দাবি করেছেন, তিনি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। তার পরও তাঁর বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই ব্যাপারে রায়না বলেন, 'আমি এই মুহূর্তে রাজৌরিতে আছি। আমি জম্মুতে ফিরে আসার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ খুঁজে বের করব।'

আজাদ এবং রায়না ছাড়াও, যে অপর বিশিষ্ট রাজনৈতিক নেতার বাড়ি বিদ্যুৎ দফতর সংযোগ বিচ্ছিন্ন করেছিল, তিনি হলেন রামবনের প্রাক্তন বিধায়ক বিজেপির নীলম লাঙ্গেহ। এই তিন নেতাই জম্মু শহরের সরকারি আবাসনে এবং ধনী এলাকা গান্ধী নগরে থাকেন। বিদ্যুৎ বিভাগের খবর, এই তিন নেতার ২ লক্ষ টাকারও বেশি বিদ্যুতের বিল বকেয়া আছে।

আরও পড়ুন- আবাস যোজনার ঘর পাবেন রাহুল গান্ধী? চিঠি লিখে প্রশাসনকে অনুরোধ বিজেপি নেতার

বিদ্যুৎ দফতর সূত্রে খবর, এই তিন নেতা ছাড়াও বাল্মীকি কলোনিতে বসবাসকারী লোকদের বাড়িতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। কারণ, ওই কলোনির বাসিন্দাদের ব্যক্তিগত বকেয়া বিদ্যুৎ বিল ২ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। এই কলোনির বাসিন্দারা তাঁদের বিদ্যুৎ বিল শোধ করেননি, কারণ তাঁদের প্রতিবেশী পঞ্জাব থেকে আনা হয়েছিল। আর, কয়েক দশক ধরে তাঁরা জম্মুতে বসবাস করছেন।

বিদ্যুৎ বিভাগের একজন উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, বাল্মীকি কলোনির বাসিন্দারা দাবি করেছেন, জম্মু শহরে তাঁদের নিকাশির কাজ করার জন্য আনা হয়েছে। এখানে তাঁদের বিনামূল্যে সমস্ত সুবিধা দেওয়া হবে, এমন প্রতিশ্রুতি দিয়েই জম্মু-কাশ্মীরের তৎকালীন রাজ্য সরকার বসতি বানিয়ে দিয়েছে। সেই কারণে তাঁরা বিদ্যুতের বিল পরিশোধ করেননি।

jammu and kashmir Ghulam Nabi Azad Power
Advertisment