ঐতিহাসিক সিদ্ধান্তের অধিবেশন… সংসদ শুরুর আগে বড় ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী মোদী। আজ থেকে শুরু সংসদের বিশেষ অধিবেশন। সংসদের কার্যক্রম শুরুর আগে সাংবাদিকদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, 'এই অধিবেশন 'ঐতিহাসিক সিদ্ধান্তের অধিবেশন।' সমস্ত সাংসদদের আলোচনায় অংশ নেওয়ার আবেদন করার সময় প্রধানমন্ত্রী মোদীও কটাক্ষ করেন বিরোধী সাংসদদের।
সংসদের ৭৫ বছরের যাত্রায় সোমবার লোকসভায় আলোচনা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধিবেশনের প্রথম দিনে, সকাল ১১টায় অধিবেশন শুরু হওয়ার পরপরই প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য রাখবেন। সূত্রের খবর প্রধানমন্ত্রী 'গণপরিষদ থেকে শুরু হওয়া সংসদীয় যাত্রার ৭৫ বছর- অর্জন, অভিজ্ঞতা, স্মৃতি ও শিক্ষা' শীর্ষক আলোচনা শুরু করবেন। মঙ্গলবার নব নির্মিত নতুন ভবনে সংসদের কার্যক্রম স্থানান্তর করা হবে।
আজ থেকে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনটি অনেক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ অধিবেশনটি পুরাতন ভবন থেকে শুরু হয়ে নতুন ভবনে শেষ হবে। পাঁচ দিন ধরে চলা এই বিশেষ অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ বিলও পেশ করা হবে হাউসে।
১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই বিশেষ অধিবেশনে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলের পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে আলোচনা হবে।
বিরোধীদের টার্গেট? বিশেষ অধিবেশনের আগে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'কান্নার অনেক সময় আছে'। তিনি বলেন, 'সংসদ অধিবেশন সংক্ষিপ্ত, তবে ঐতিহাসিক'। বিশেষ অধিবেশন শুরুর আগে আক্রমণাত্মক প্রধানমন্ত্রী মোদী। সকাল ১১টায় লোকসভায় অমৃত কাল নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী। সংসদের বিশেষ অধিবেশনে আজকের আলোচনায় বিরোধী দল অংশ নেবে বলে বিরোধী দল অ্যালায়েন্স ইন্ডিয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
সংসদে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'চন্দ্র অভিযানের সাফল্যের পর আমাদের চাঁদের মাটিতেও তেরঙ্গা উড়ছে। শিবশক্তি পয়েন্ট হয়ে উঠেছে নতুন 'অনুপ্রেরণার কেন্দ্র'। ভারতের জন্য অনেক সম্ভাবনা ও সুযোগ রয়েছে। G20 এর সাফল্য আমাদের বৈচিত্র্যের কারণ হয়ে উঠেছে।