Advertisment

‘হামাসকে সমর্থন সন্ত্রাসবাদী মনোভাবের স্পষ্ট নির্দশন’, বোমা ফাটালেন হিমন্ত বিশ্ব শর্মা, নিশানা কাকে?

ইজরাইল-হামাস যুদ্ধ নিয়ে অনেক নেতাই ইজরায়েলের বিরুদ্ধে মন্তব্য করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Himanta Biswa Sarma,India versus NDA,India full form,NDA full form,What is NDA,what is opposition allianc

হিমন্ত বিশ্ব শর্মা

ইসজরাইল-হামাস যুদ্ধ নিয়ে দেশের অনেক নেতার নানান বিবৃতি ইতিমধ্যেই সামনে এসেছে। শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যারা প্যালেস্তাইন জঙ্গি গোষ্ঠী হামাসকে সমর্থন করছেন তারা আসলে সন্ত্রাসবাদকেই সমর্থন করছেন ।

Advertisment

মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা বলেছেন, "কারুর হামাসকে সমর্থন করা উচিত নয়। হামাসকে সমর্থন করার অর্থ সন্ত্রাসবাদকে সমর্থন করা।  যারা এর সমর্থনে সুর চড়িয়েছেন তাদের কঠোরভাবে মোকাবেলা করা উচিত।"

ইজরাইল-হামাস যুদ্ধ নিয়ে অনেক নেতাই ইজরায়েলের বিরুদ্ধে মতামত পেশ করেছেন। হামাসের হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, “ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে আমি হতবাক। আমাদের সমবেদনা ও প্রার্থনা নিরীহ নিহত এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে। আমরা এই কঠিন সময়ে ইজরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।"

এর আগে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ নিয়ে প্যালেস্তাইনের প্রতি সমর্থনের কংগ্রেসের মনোভাবের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেন।

তিনি তার বিবৃতিতে বলেছিলেন, "কংগ্রেসের উচিত ছিল সন্ত্রাসবাদী হামলার নিন্দা করা এবং তারপরে প্যালেস্তাইন নিয়ে বিবৃতি দেওয়া। পাকিস্তানের মতো কংগ্রেসও কেবল প্যালেস্তাইনের পক্ষে কথা বলে। এই ধরনের বিবৃতি দেওয়া দল পাকিস্তান নাকি ভারতে সরকার গঠন করতে চায়? "

হামাসের হামলায় ইজরায়েলে ১৩০০-এর বেশি লোক নিহত হয়েছেন। অন্যদিকে ইজরায়েলের প্রতিশোধমূলক পদক্ষেপ গাজায় কমপক্ষে ২২০০ মানুষের মৃত্যু হয়েছে।

Himanta Biswa Sarma Israel-Palestine clash
Advertisment