আগামী দু-তিন ঘন্টার মধ্যেই কলকাতার বুকে আছড়ে পড়তে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও মাঝারি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এ খবর জানানো হয়েছে। উপগ্রহ চিত্র মারফৎ জানা গিয়েছে ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত। কলকাতা ছাড়াও এই ঝড়বৃষ্টির মুখে পড়তে পারে হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুন, কালবৈশাখির তাণ্ডবে বিপর্যস্ত রাজ্য, মৃতের সংখ্যা ১২
গত মঙ্গলবারই শহর কলকাতা ও সন্নিহিত অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টির জেরে ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। খাস কলকাতা শহরেই প্রাণহানি হয়েছিল বেশ কয়েকজনের। ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর সম্পত্তির। শহর কলকাতার পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। থমকে যায় ট্রেন চলাচল। বন্ধ হয়ে যায় মেট্রো রেল পরিষেবাও। এই পরিস্থিতিতে হাওয়া অফিসের এই পূর্বাভাস কিছুটা সিঁদুরে মেঘের মতোই।