Advertisment

'বিপর্যয়ের টিকিট'! প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে রাহুলের নাম ঘোষণা করতেই চরম কটাক্ষ বিজেপির

রাহুলকে কটাক্ষ বিজেপির।

author-image
IE Bangla Web Desk
New Update
INDIA alliance, Congress, Rahul Gandhi, BJP cartoon of Rahul Gandhi, Rahul Gandhi PM candidate, BJP on Rahul Gandhi, NDA, INDIA, INDIA bloc, Narendra Modi, PM Modi

রাহুলকে কটাক্ষ

রাহুল গান্ধীই ২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, ঘোষণা গেহলটের। এরপরই বিজেপির নিশানায় রাহুল। এক ট্যুইট বার্তায় রাহুললে চরম কটাক্ষ বিজেপির। 'প্রধানমন্ত্রী পদে রাহুলকে প্রার্থী দলের বিপর্যয় ডেকে আনবে' এমনভাবেই রাহুলকে কটাক্ষ করার পাশাপাশি ইন্ডিয়া জোটকেও নিশানা করা হয়েছে।

Advertisment

রাহুল গান্ধী আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। ঘোষণা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বছরের শেষে রাজস্থানে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটপ্রস্তুতি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাগাতার আক্রমণ করছেন। তিনি বলেছিলেন যে মোদী শুধুমাত্র কংগ্রেসের কারণেই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং তাঁর জনপ্রিয়তার গ্রাফ এখন নিন্মমুখী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দেওয়া কোন প্রতিশ্রুতি পূরণ করেননি বলেও দাবি করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছেন, ‘এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার গ্রাফ দ্রুত নিচের দিকে নামতে শুরু করেছে এবং ২৪-এর লোকসভা নির্বাচনে বিরোধী জোট অবশ্যই সফল হবে। অন্যদিকে, প্রধানমন্ত্রী পদে বিরোধীদের প্রার্থী প্রসঙ্গে অশোক গেহলট বলেন, রাহুল গান্ধীই প্রধানমন্ত্রী পদে আমাদের প্রার্থী এবং আগামী নির্বাচনে তাঁর হাত ধরেই সফল হব'।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শনিবার একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে রাহুল গান্ধী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এর সঙ্গে মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন যে ২৬ টি বিরোধী দলের জোটের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী জোট ইন্ডিয়ার বিষয়ে তার বক্তব্য রেখে তিনি বলেন, প্রতিটি নির্বাচনে স্থানীয় ফ্যাক্টর বড় হয়ে দাঁড়ায়। দেশের বর্তমান পরিস্থিতির কারণে সব দল আজ একত্রিত হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করে সিএম গেহলট বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীর এতটা অহংকারী হওয়া উচিত নয়। ২০১৪ সালে, মোদী মাত্র ৩১ শতাংশ ভোট পেয়েছিলেন। বাকি ৬৯ শতাংশ ভোট তার বিপক্ষে। গত মাসে যখন বিরোধী দলগুলো যখন বৈঠকে বসেছিল, তখন ভয় পেয়ে গিয়েছিল এনডিএ। ২০২৪ সালে ৫০ শতাংশ ভোট পাওয়ার এনডিএ দাবির প্রশ্নে তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী কখনই তা অর্জন করতে পারবেন না। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি এটি তখনই করতে পারতেন যখন ২০১৪ সালে প্রধানমন্ত্রী তাঁর জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। এবার তার ভোটের হার কমবে এবং নির্বাচনের ফলাফলই ঠিক করবে কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

অশোক গেহলট চন্দ্রযান ৩ এর সাফল্যের প্রশ্নে বলেন, ‘পণ্ডিত জওহরলাল নেহেরু ISRO প্রতিষ্ঠা করেছিলেন। আজ যদি ইসরো না থাকত, তাহলে চন্দ্রযান কীভাবে এই সাফল্যের মুখ দেখত? তিনি বলেন, পন্ডিত নেহেরু সেই ভিত্তি স্থাপন করেছিলেন যেখান থেকে আজ দেশ এগিয়ে যাচ্ছে।

এদিকে গেহলটের এই ঘোষণার পর রাহুলকে চরম কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি তার অফিসিয়াল এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে সোমবার সকালে রাহুল গান্ধীর একটি কার্টুন শেয়ার করে লিখেছে, 'প্রধানমন্ত্রী পদে বিপর্যয়ের টিকিট'। এর পাশাপাশি ইন্ডিয়া জোটকে নিশানা করা হয়েছে। এর আগে রবিবার, বিজেপি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর ছবি সম্বলিত একটি পোস্টার শেয়ার করে বলেছিল, “কিছু লঞ্চ ইসরোকে ছাড়িয়ে গেছে।” উল্লেখ করা দরকার যে, সোশ্যাল মিডিয়ার জগতজুড়ে শুরু হয়ে গিয়েছে ২৪-এর লোকসভা নির্বাচনের রাজনৈতিক লড়াই।

rahul gandhi
Advertisment