Advertisment

'বড়ফুলের টাকা নিয়ে ছোট ফুলে ভোট দিন', প্রচারে ঝড় তুললেন অভিষেক

উপনির্বাচনের প্রচারে গিয়ে ত্রিপুরায় ঝড় তুললেন অভিষেক।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc Abhisek Banerjee criticise tripura bjp in his by-election campaign at agartala

অভিষেকের নিশানায় গেরুয়া শিবির।

উপনির্বাচনের প্রচারে গিয়ে ত্রিপুরায় ঝড় তুললেন অভিষেক। টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টার অভিযোগ তুললেন ত্রিপুরার শাসকদল বিজেপির বিরুদ্ধে। এরই পাশাপাশি নিশানা করলেন কেন্দ্রীয় এজেন্সিকেও। তিনি আজ ত্রিপুরায় আসবেন বলেই কেন্দ্রীয় এজেন্সি CBI তাঁর স্ত্রীকে গতকাল নোটিশ পাঠিয়েছে বলে তোপ তৃণমূল নেতার। মঙ্গলবার আগরতলার সভামঞ্চ থেকে গেরুয়াকে আবারও ত্রিপুরা-ছাড়া করার ডাক সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদকের।

Advertisment

আগামী ২৩ জুন ত্রিপুরার চার কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। চার কেন্দ্রেই প্রার্থী দিয়েছে বাংলার শাসকদল তৃণমূল। আজ আগরতলা ও টাউন বড়দোয়ালি কেন্দ্রের উপনির্বাচনে দলের দুই প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শোয়ের পর এদিন আগরতলায় প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিনের সভায় অভিষেক আগাগোড়া ছিলেন আক্রমণাত্মক।

একের পর এক ইস্যুতে এদিন বিজেপিকে তুলোধনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ''ত্রিপুরায় ডাবল ইঞ্জিন নয়, ডাবল চোরের সরকার চলছে'' বলেও তোপ দেগেছেন তৃণমূল সাংসদ। এদিন ফের একবার কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ এনেছেন অভিষেক। তাঁর কথায়, ''ত্রিপুরায় এলেই এজেন্সিকে কাজে লাগায় বিজেপি। আমাকে দু'বার ইডি ডেকেছে। কী করেছে? ত্রিপুরায় আসব শুনে গতকালই আমার স্ত্রীকে নোটিশ দিয়েছে সিবিআই। তৃণমূলকে এত ভয় কিসের?''

আরও পড়ুন- ‘কিছুই করছে না CBI, আমি ক্লান্ত-হতাশ’, ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিজেপির আমলে ত্রিপুরার উন্নয়ন থমকে পড়েছে বলে অভিযোগ তৃণমূল নেতার। আগামী বছরের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা থেকে বিজেপিকে সরানোর ডাক অভিষেকের। আসন্ন উপনির্বাচনেও টাকা দিয়ে ভোটা কেনার চেষ্টা শুরু করে দিয়েছে বিজেপি, এমনই অভিযোগ তৃণমূল নেতার।

জোড়াফুল সাংসদ বলেন, ''টাকা দিলে নিয়ে নিন, ওটা আপনাদেরই টাকা। বড় ফুল থেকে টাকা নিয়ে ভোট দিন ছোট ফুলে।'' আসন্ন নির্বাচনে দলের প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানিয়ে অভিষেকের আরও প্রতিশ্রুতি, তৃণমূলের হাতে রাজ্যের ক্ষমতা এলে বাংলার মতোই উন্নয়ন চলবে ত্রিপুরায়। অভিষেকের কথায়, ''দুয়ারে গুণ্ডা নয়, ত্রিপুরায় দুয়ারে সরকার হবে।''

tmc abhishek banerjee agartala
Advertisment