Advertisment

গরু পাচার মামলা: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অনুব্রত

গরু পাচার মামলায় গত ৭ মার্চ অনুব্রত মণ্ডলকে চতুর্থবারের জন্য চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc Anubrata Mandal cattle smugling case Calcutta Highcourt updates

ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অনুব্রত মণ্ডল।

এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন অনুব্রত মণ্ডল। মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। দ্রুত শুনানি অনুব্রতর এই আবেদনের।

Advertisment

গরু পাচার মামলায় নাম জড়িয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। সেই মামলায় সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। কিন্তু বারবার তলবেও হাজিরা এড়িয়েছেন তৃণমূল নেতা। এরপর গত ৭ মার্চ অনুব্রত মণ্ডলকে চতুর্থবারের জন্য চিঠি পাঠিয়েছিল সিবিআই।

আজ অর্থাৎ ১৪ মার্চ সকাল ১১টায় কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল তৃণমূল নেতাকে।

আরও পড়ুন- ‘বাবুলের হাতে দাঙ্গার রক্ত’, প্রার্থী প্রত্যাহারের দাবি ইমামদের সংগঠনের, না হলেই চরম হুঁশিয়ারি

আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে আইনি রক্ষাকবচ চেয়ে করা অনুব্রতর আবেদন নাকচ করে দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এবার সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বীরভূম জেলা তৃণমূল সভাপতি।

anubrata mondal Cattle Smuggling High Court
Advertisment