Advertisment

রাজ্য রাজনীতিতে নয়া মডেল 'খড়ার'! পদ্মের সমর্থনে জোড়া-ফুলের চেয়াম্যান

পুরসভার চেয়ারম্যান বাছাইকে কেন্দ্র করে শাসক দলের কোন্দল প্রকাশ্যে এলো৷

author-image
IE Bangla Web Desk
New Update
tmc chairman in support of bjp in kharar municipality

ফাইল ছবি।

পুরসভার চেয়ারম্যান বাছাইকে কেন্দ্র করে শাসক দলের কোন্দল প্রকাশ্যে এলো৷ বুধবার পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার চেয়ারম্যান নির্বাচন ছিল। তৃণমূলের তরফে সন্ন্যাসী দলুইকে ওই পুরবোর্ডের চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছিল৷ কিন্তু ভোটাভুটিতে সন্ন্যাসীকে নাকচ করে দেন দলীয় কাউন্সিলরদের একাংশ। বদলে বিজেপির দুই কাউন্সিলরের সমর্থনে খড়ার পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হন জোড়া-ফুলেরই অদ্যুৎ মণ্ডল।

Advertisment

খড়ার পুরসভায় ১০টি আসন। এর মধ্যে ৮টিতেই জিতেছে শাসক দলের প্রার্থীরা। ২টিতে বিজেপি।

চেয়ারম্যান বাছাইয়ের ভোটাভুটিতে এ দিন ৬-৪ ব্যবধানে দলের মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী সন্ন্যাসী দলুইকে পরাজিত করেন তৃণমূলেরই অদ্যুৎ মণ্ডল। বিজেপির দুই কাউন্সিলরই অদ্যুৎবাবুকে ভোট দিয়েছেন।

রাজনীতির ময়দানে বিজেপির প্রবল বিরোধী তৃণমূল। এ রাজ্যেও সর্বস্তরের ভোটে শাসক দলের মূল প্রতিপক্ষ গেরুয়া শিবিরই। যদিও খঢ়ার পুরবোর্ডের চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে তৃণমূল-বিজেপি প্রবল বিরোধীতার ছাপ দেখা গেল না। উল্টে, বিজেপি কাউন্সিলরদের সমর্থনে বোর্ড গঠন করল শাসক তৃণমূল। প্রকাশ্যে এল জোড়া-ফুলের গোষ্ঠী কোন্দল। যা নিয়ে কগ্রেস-সিপিআইএম কটাক্ষ করছে

এই নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আশিস হুদাইত বলেছেন, 'নিন্দনীয় ঘটনা। এটা দলের শৃঙ্খলাভঙ্গের সমান৷ যাঁরা এই ঘটনা ঘটিয়েছে, তাঁদের বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে৷ দলই উপযুক্ত ব্যবস্থা নেবে৷'

দলের মনোনিত চেয়ারম্যান ছাড়া অন্য কাউকে দলের চেয়ারম্যান পদে মেনে নেওয়া হবে না। জানিয়েছেন,রাজ্যের পুর ও নগোরন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য ফিরহাদ হাকিম। তাঁর দাবি, বিক্ষুব্ধ কাউন্সিলরদের সাসপেন্ড করা হবে। অনাস্থা আনা হবে।

Firhad Hakim bjp tmc
Advertisment