scorecardresearch

বড় খবর

তৃণমূলে ভাঙন জারি, পদ্ম শিবিরে ঘাসফুলের এক বিধায়ক-সহ ৪ নেতা

পদ্মপতাকা হাতে তুলে নিলেন অনুব্রত মণ্ডলের এলাকার বিধায়ক মণিরুল ইসলাম। একইসঙ্গে বিজেপিতে যোগ দিলেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা।

তৃণমূলে ভাঙন জারি, পদ্ম শিবিরে ঘাসফুলের এক বিধায়ক-সহ ৪ নেতা
বিজেপিতে যোগ দিলেন মণিরুল ইসলাম। ছবি: টুইটার।

তৃণমূলকে আবারও ‘ধাক্কা’ দিল বিজেপি। মঙ্গলবারের পর আজও তৃণমূলের কয়েকজন দলবদলে বিজেপিতে যোগ দিলেন। বুধবার পদ্মপতাকা হাতে তুলে নিলেন অনুব্রত মণ্ডলের এলাকার বিধায়ক মণিরুল ইসলাম। একইসঙ্গে বিজেপিতে যোগ দিলেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা, তৃণমূল নেতা নিমাই দাস ও বীরভূম জেলা যুব তৃণমূলের জেনারেল সেক্রেটারি মহম্মদ আসিফ ইকবাল। গতকালই দিল্লিতে বিজেপি দফতরে সব জল্পনায় সিলমোহর বসিয়ে অবশেষে পদ্মপতাকা হাতে তুলে নিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। তবে শুভ্রাংশুর বিজেপিতে যোগদানের সম্ভাবনা কার্যত ‘প্রত্যাশিত’ থাকলেও এদিন সবথেকে বড় চমক ছিল তৃণমূলের একঝাঁক কাউন্সিলরের বিজেপিতে যোগদান। মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়ের নেতৃত্বে তৃণমূলের একঝাঁক কাউন্সিলর সেদিন বিজেপিতে যোগ দেন। যার ফলে কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি পুরসভার নিজেদের দখলে নিল বলে দাবি মুকুল রায়দের।

 আরও পড়ুন: তৃণমূলে আঘাত! বিজেপিতে শুভ্রাংশু-সহ একঝাঁক তৃণমূল কাউন্সিলর

একনজরে জেনে নিন কারা এদিন বিজেপিতে গেলেন?

* বিজেপিতে যোগ দিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম।

* পদ্মপতাকা হাতে তুলে নিলেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা।

*বীরভূম জেলা যুব তৃণমূলের জেনারেল সেক্রেটারি মহম্মদ আসিফ ইকবাল যোগ দিলেন বিজেপিতে।

* তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন নিমাই দাস।

* বিজেপিতে যোগ দিলেন বীজপুরের তৃণমূল বিধায়ক তথা মুকুল-পুত্র শুভ্রাংশু রায়।

* পদ্মপতাকা হাতে তুলে নিলেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ।

bjp, tmc, বিজেপি, তৃণমূল
বিজেপিতে তৃণমূলের একঝাঁক কাউন্সিলর। ছবি: টুইটার।

* পদ্মবাহিনীতে যোগ দিলেন মতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্র রায়।

* কাঁচরাপাড়া পুরসভার মোট আসন ২৪। পুরসভার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান-সহ ১৭ জন বিজেপিতে যোগ দিলেন, ফলে এই পুরসভা এখন বিজেপির।

* হালিশহর পুরসভায় মোট আসন ২৩। ১৭ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান-সহ ১৭ কাউন্সিলর বিজেপিতে যোগ দিলেন। হালিশহর পুরসভা তৃণমূলের নয়, বিজেপির।

* নৈহাটি পুরসভায় মোট আসন ৩১। ২৯ কাউন্সিলর বিজেপিতে যোগ দিলেন। নৈহাটি পুরসভা বিজেপির’’।

* খানাকুলের পঞ্চায়েত সমিতির সভাপতি নইমুল হক বিজেপিতে যোগ দিলেন এদিন।

* বিজেপিতে যোগ দিলেন খানাকুল গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ বর।

* বিজেপিতে যোগ দিলেন জেলা পরিষদ সদস্য শান্তুনু কোঙার। ভাতার বিধানসভা কেন্দ্রে নির্বাচিত। বর্ধমানের প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ছিলেন শান্তনু।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Tmc councillors join bjp mukul roy west bengal