কলকাতা পুরনির্বাচন একেবারেই দোরগোড়ায়। রাজ্যের সার্বিক পুরনির্বাচনের প্রাক্কালে সোমবারই বৃহত্তর দলীয় বৈঠকে ভোকাল টনিক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এরপরই মঙ্গলবার তৃণমূল ভবনে কলকাতার কাউন্সিলরদের নিয়ে পৃথক বৈঠকে বসে দলের শীর্ষ নেতৃত্ব। এদিনের বৈঠকে উল্লেখযোগ্যভাবে হাজির ছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। পিকে ছাড়া ওই বৈঠকে বক্তব্য রেখেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন মেয়র ও রাজ্যের বর্তমান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কলকাতার বর্তমান মহানাগরিক ফিরহাদ হাকিম, সর্বভারতীয় তৃণমূল যুবকংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ডবারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক সুব্রত বক্সী।
সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্ব এদিন ভোট লুঠ নিয়ে কাউন্সিলরদের সতর্ক করেছেন। বলেছেন, যাঁরা কাজ করে তাদের এত ভয় কেন? কিসের এত ভয়? মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেবেন। ভোট লুঠ করা যাবে না। শুধু তাই না, কাউন্সিলরদের ভাবমূর্তি নিয়েও এদিন প্রশ্ন ওঠে বৈঠকে।
আরও পড়ুন: ৭৫ দিনে ২.৫ কোটি হৃদয় জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে মমতা ব্রিগেড
আগামী এপ্রিলে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার কথা। জানা গিয়েছে, এদিন তৃণমূল ভবনের বৈঠকে প্রশ্ন উঠেছে এখনও পর্যন্ত কাউন্সিলরদের অনেকেরই আচরণের পরিবর্তন হয়নি। ভাবমূর্তিতে স্বচ্ছতা না থাকলে টিকিট পাওয়া নিয়ে সমস্যা হতে পারে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আচার-অচরণের পরিবর্তন আনা প্রয়োজন বলে বৈঠকে কাউন্সিলরদের বলা হয়েছে। যাতে দলের ভাবমূর্তিও ভাল হয়।
আরও পড়ুন: মমতার সভায় গরহাজির শুভেন্দু, তুমুল জল্পনা ঘাসফুল শিবিরে
এই বৈঠকে জনসংযোগের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মানুষের ক্ষোভ থাকলে কেন তা রয়েছে তা জানতে চেষ্টা করার কথা বলেছেন শীর্ষ নেতৃত্ব। যেসব কাজ এখনও সম্পূর্ণ হয়নি, সেই সব কাজ করুন। মানুষের পাশে দাঁড়ান। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা বলুন। তাঁদের সমস্যার কথা শুনুন। এভাবেই দলীয় কাউন্সিলরদের পাঠ দেওয়া হয়েছে এদিন। সোমবারই 'বাংলার গর্ব মমতা' সংক্রান্ত কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। বিধায়কদের সঙ্গে কাউন্সিলরদের এই কর্মসূচিতে সামিল হওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এদিনরে বৈঠকে জানানো হয়, ফের ১৫ দিন পর কাউন্সিলরদের নিয়ে রিভিউ বৈঠক হবে।
নেতাজি ইন্ডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, "যাঁরা দল ছাড়তে চাইছেন তাঁরা চলে যান"। দলের অনেকে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন বলেও মমতা একাধিকবার বলেছেন। এ দিনের বৈঠকেও বলা হয়েছে ব্ল্যাক মেইল করবেন না। তাতে কিন্তু টিকিট মিলবে না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন