Advertisment

আলোচনা ছাড়াই একের পর এক বিল পাশ, গণতন্ত্রে এটা লজ্জাজনক, তোপ তৃণমূলের

দিল্লিতে এই সাংবাদিক সম্মেলনের মাঝেই তৃণমূলে যোগ দিয়েছেন বিশিষ্ট সমাজকর্মী সাকেত গোখলে৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আজও তপ্ত দিল্লির রাজনীতি৷ সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের শাসকদল বিজেপিকে তুলোধনা করল তৃণমূল৷ সংসদে বিরোধী স্বরকে পাত্তা না দিয়েই একের পর এক বিল পাশ করিয়েছে কেন্দ্রীয় সরকার, গণতন্ত্রের পক্ষে এই প্রবণতা লজ্জাজনক, এদিন এমনই মন্তব্য করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷ পেগাসাস-কাণ্ডে সংসদে বিরোধীদের আলোচনা করার সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে মোদী-শাহের কড়া সমালোচনায় সরব তৃণমূল৷

Advertisment

নির্ধারিত সময়ের আগে লোকসভার অধিবেশন কাটছাঁটের প্রতিবাদে আজ সকালেই সংসদ ভবন থেকে বিজয়চক পর্যন্ত প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন বিরোধী নেতারা৷ এরপর বেলা একটা নাগাদ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল৷ এদিনও বিজেপির বিরুদ্ধে আগাগোড়া আক্রমণাত্মক মেজাজ ছিল তৃণমূল নেতাদের৷ কেন্দ্রের শাসকদল বিজেপি সংসদকে অপমান করেছে বলে তোপ দাগেন তৃণমূল নেতারা৷ এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘শাসকদল বিজেপি সংসদকে বারবার অপমান করছে৷ এর বিরুদ্ধেই বিরোধীরা প্রতিবাদ করছে৷ ওবিসি বিলে দু’টো হাউসে শান্তিপূর্ণ বিতর্ক হয়েছে৷’’

আরও পড়ুন- হট্টগোলে কাটছাঁট লোকসভা অধিবেশনে, প্রতিবাদ মিছিল বিরোধীদের

পেগাসাস-কাণ্ড নিয়ে সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে আসছে বিরোধীরা৷ তবে মোদী-শাহের কেউই বিরোধীদের দাবি মতো বিবৃতি দেননি৷ এমনকী তাঁরা সংসদেও গরহাজির থেকেছেন৷ সেই প্রসঙ্গে এদিন সৌগত রায় বলেন, ‘‘প্রধানমন্ত্রী এক মিনিটের জন্যও লোকসভায় আসেননি৷ স্বরাষ্ট্রমন্ত্রীও আসেননি৷ তাঁরা দু’জনেই সংসদের সদস্য৷ এটা লজ্জাজনক৷ দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা ছিল৷ পেগাসাস ও এনএসও ফোনে আড়ি পাতার ব্যবস্থা করেছে৷ বিচারপতি, সাংবাদিক, নেতাদের ফোনে আড়িপাতা হয়েছে৷ তা নিয়ে আলোচনা করতে দেয়নি৷’’ কৃষি আইন নিয়েও সংসদে আলোচনা চেয়েছিল বিরোধীরা, সৌগত রায়ের অভিযোগ বিরোধীদের সেই দাবিকেও মান্যতা দেয়নি কেন্দ্র৷

বিরোধীদের তুমুল হট্টগোলের মাঝেই বাদল অধিবেশনে একের পর এক বিল পাশ করিয়েছে কেন্দ্রীয সরকার৷ আলোচনা ছাড়াই গণতান্ত্রিক পদ্ধতিকে পাত্তা না দিয়েই সেই বিল গুলি পাশ করিয়ে নেওয়া হয়েছে বলে এদিন অভিযোগ করেছেন সৌগত রায়৷ তিনি বলেন, ‘‘লোকসভা কুড়িটি ও রাজ্যসভায় উনিশটি বিল পাশ হয়েছে৷ বিল পাশে দশ মিনিট করে সময় লেগেছে৷ এটা কি সংসদীয় গণতন্ত্র? সংসদে আলোচনা ছাড়াই আইন পাশ হবে? সংসদের সদস্যরা মত দিতে পারবেন না?’’

এদিন দিল্লিতে এই সাংবাদিক সম্মেলনের মাঝেই তৃণমূলে যোগ দিয়েছেন বিশিষ্ট সমাজকর্মী-সংবাদিক সাকেত গোখলে৷ তাঁকে জোড়াফুল শিবিরে স্বাগত জানিয়েছেন ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, যশবন্ত সিনহারা৷

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

delhi bjp tmc
Advertisment