Advertisment

সিউড়িতে তৃণমূল নেতার টাকা ফেরত, জানেন না অনুব্রত

মঙ্গলবার বীরভুমের সিউড়ী ২ নং ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের চাতড়া গ্রামে গ্রামবাসিদের চাপে পড়ে কাট মানির টাকা ফেরত দিলেন দিলেন তৃণমুলের বুথ সভাপতি ত্রিলোচন মুখার্জি। এদিন তিনি একশো দিনের কাজের টাকা ফিরিয়ে দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc, cut money,

মঙ্গলবার সিউড়ির চাতরাগ্রামে চলছে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া।

'কাট মানি' উদ্ধার নিয়ে তোলপাড় রাজ্য। বিভিন্ন জায়গায় বিক্ষোভের মধ্যে বীরভূমের সিউড়িতে কাট মানির টাকা ফেরত দিলেন এক তৃণমূল কংগ্রেস নেতা। যদিও বীরভূমের তৃণমূল কংগ্রেস দোর্দন্ডপ্রতাপ সভাপতি অনুব্রত মন্ডলের কাছে সেই খবর নেই। এদিকে মঙ্গলবার লোকসভায় কাট মানির প্রসঙ্গ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। কাট মানি ফেরতের দাবিতে কোচবিহারের তুফানগঞ্জেও তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisment

মঙ্গলবার বীরভুমের সিউড়ী ২ নং ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের চাতড়া গ্রামে গ্রামবাসিদের চাপে পড়ে কাট মানির টাকা ফেরত দিলেন দিলেন তৃণমুলের বুথ সভাপতি ত্রিলোচন মুখার্জি। এদিন তিনি একশো দিনের কাজের টাকা ফিরিয়ে দেন। মোট ১৪১ জনকে ১,৬১৭ টাকা করে ফিরিয়ে দিয়েছেন। জানা গিয়েছে, ১০০ দিনের কাজ করার পর টাকা আসতো গ্রাহকদের এ্যাকাউন্টে। সেই টাকা জোর করে তুলিয়ে নিজের কাছে জমা রেখে ইচ্ছেমতো গ্রাহক বা প্রাপকদের টাকা দিতেন ওই তৃণমূল নেতা। তাতে পাওনা টাকার থেকে অনেক কম পেতেন তাঁরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর কিছুদিন ধরে কাট মানি নিয়ে রাজ্য জুড়ে হৈ চৈ চলছে। সেই মওকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা চেপে ধরেন তৃণমূল নেতা ত্রিলোচন মুখোপাধ্যায়কে। তাঁদের দাবি ছিল, ১০০ দিনের কাজের টাকা ফেরত দিতে হবে। এদিন ১০০ দিনের কাজের প্রাপকদের বাড়িতে ডেকে সেই টাকা মিটিয়ে দেন ত্রিলোচন। ড্রেনের জন্য কাজ হয়েছিল ২ লক্ষ ২৮ হাজার টাকার।

এ ব্যাপারে বীরভূমে তৃণমূলের প্রতাপশালী জেলা সভাপতি অনুব্রত মন্ডলের প্রতিক্রিয়া, "আমার জানা নেই।" রাজনৈতিক মহলের বক্তব্য, সিউড়িতে বাড়িতে বসে সই-সাবুদ করে টাকা ফেরত দিচ্ছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা। সেই ঘটনা জানেন না অনুব্রতবাবু! কাটমানি ইস্যুতে জেলা স্তরে সভাপতিদের ওপর যে চাপ যথেষ্ট বাড়ছে, তা এই ঘটনাই প্রমান করছে। এদিকে এদিন কোচবিহারের মাথাভাঙা ও দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরেও কাট মানি ইস্যুতে বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের একটাই দাবি, টাকা ফেরত দিতে হবে।

tmc
Advertisment