Advertisment

আগরতলা পুরভোট: প্রায় অর্ধেক আসনে মহিলা প্রার্থী, কোন কৌশলে বাজি জয়ের চেষ্টায় তৃণমূল?

বাংলা যে নীতি মেনে প্রার্থী তালিকা তৈরি করে তৃণমূল, তারই প্রতিফলন ত্রিপুরাতে লক্ষ্য করা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc fifty percent female candidates agartala municipal election

আগরতলা পুরভোটে বিজেপিকে ধাক্কা দিতে মরিয়া জোড়া-ফুল বাহিনী।

আগরতলা পুরভোটে বিজেপিকে বড় ধাক্কা দিতে মরিয়া তৃণমূল। ২৫ নভেম্বর আগরতলা পুরসভার ভোট। এই ভোটে সব আসনে প্রার্থী দিল ঘাস-ফুল শিবির। ৫১ জন প্রার্থীর মধ্যে ২৫ জনই মহিলা প্রার্থী। অর্থাৎ বাংলা যে নীতি মেনে প্রার্থী তালিকা তৈরি করে তৃণমূল, তারই প্রতিফলন ত্রিপুরাতে লক্ষ্য করা গিয়েছে।

Advertisment

আগরতলায় পুরসভা নির্বাচনে মঙ্গলবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আগরতলায় এ দিন সাংসদ সুস্মীতা দেবের নেতৃত্বে বড় মিছিল করতে দেখা যায় ঘাস-ফুল শিবিরকে। সুস্মীতাদেবীর অভিযোগ, আম্বাসা সহ বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিয়েছে বিজেপি৷

মহিলা ক্ষমতায়ণের পক্ষে তৃণমূল। সেই লক্ষ্যে বাংলায় কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক প্রকল্প রূপায়ণ করেছে মমতা সরকার। একুশের ভোটে তৃণমূল মহিলাদের ব্যাপক সমর্থন পেয়েছে। গত সপ্তাহে গোয়াতে গিয়েও নারী ক্ষমতায়ণের পক্ষে জোর সওয়াল করেছিলেন তৃণমূল নেত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগরতলা পুরভোটের অর্ধেক আসনে মহিলা প্রার্থী দিয়ে একদিকে ত্রিপুরাবাসীকে মহিলাদের প্রতি দলের দায়বদ্ধতার প্রাথমিক বার্তা যেমন দেওয়ার চেষ্টা করল তৃণমূল, তেমনই মহিলাদের সামনে রেখেই বাজি জিততে মরিয়া বাংলার শাসক কূল।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

tmc Mamata Banerjee abhishek banerjee agartala Tripura TMC
Advertisment