কেন্দ্রের তরফে এ রাজ্যে পাঠানো ভ্যাকসিনের সংখ্যা নিয়ে জোর তরজা বেঁধেছে। ভ্যাকসিন কম পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা রাজ্য সরকার ও বাংলার শাসক দলকে নিশান করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষক কৈলাস বিয়বর্গীয়। তৃণমূলকে ‘ভ্যাকসিন চোর’ বলে এদিন মন্তব্য করেন তিনি।
কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, 'এর থেকে ডাহা মিথ্যে হতে পারে না। প্রধানমন্ত্রী করোনাযোদ্ধাদের জন্য টিকা পাঠিয়েছেন। আর সেই টিকা নিচ্ছেন তৃণমূলের বিধায়ক, নেতা-কর্মীরা। চাল চোর, ত্রিপলের পর এবার ভ্যাকসিন চোর তৃণমূল সরকার।'
শনিবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ। প্রথম দফায় টিকা পাওয়ার কথা করোনাযোদ্ধাদের। অভিযোগ, প্রথম দিন টিকা নিয়েছেন তৃণমূলের একাধিক নেতা-কর্মী। তালিকায় রয়েছেন কাটোয়ার বিধায়ক তথা পুর প্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভাতারের তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডল ও ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাস। অভিযোগ, এছাড়াও টিকা নিয়েছেন পূর্ব বর্ধমান জেলার একাধিক তৃণমূল নেতা। অবশ্য, তালিকায় নাম থাকলেও টিকা নেননি আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী।
এর আগে করোনাযোদ্ধারা ছাড়া সকল রাজ্যবাসীকে রাজ্য সরকার বিনামূল্যে টিকা দেওয়া হতে পারে বলে মুখ্যমন্ত্রী প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের যে চিঠি লিখেছিলেন। যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূল সরকারের সেই অভিপ্রায়কেও এদিন কটাক্ষ করেন কৈলাস বিজয়বর্গীয়। বলেন, 'টিকা পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চিঠিতে নিজের ছবি ছাপছেন মমতা।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন