Advertisment

Congress on mamata remarks: 'মমতা ছাড়া ইন্ডিয়া জোট ভাবা যায় না', ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য জয়রাম রমেশের

রাহুলের ন্যায় যাত্রায় আমন্ত্রিত না হওয়ার মমতার দাবিতে বিস্ময় প্রকাশ করেছেন কংগ্রেসের সিনিয়ার নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Jairam Ramesh

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বুধবার এই মন্তব্য করেন। (ছবি: পিটিআই)

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেছেন আসন্ন লোকসভা নির্বাচনে দল রাজ্যে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। মমতার এই সিদ্ধান্তে রীতিমত অবাক কংগ্রেস। কংগ্রেস বলেছে, 'মমতা ছাড়া ইন্ডিয়া জোট ভাবাই যায় না'। সেই সঙ্গে দলের তরফে আরও বলা হয়েছে, 'দল আশা করেছে আসন ভাগাভাগি নিয়ে একটা সমাধান সূত্র মিলবে'।

Advertisment

কংগ্রেস আগে থেকেই জানত যে বাংলায় আসন বণ্টন রীতিমত একটা চ্যালেঞ্জ হতে চলেছে। একদিকে রাজ্য কংগ্রেসের বিরোধিতা, পাশাপাশি ত্রিমুখী আসন বণ্টনে বাম দলগুলির অনীহা ভাবাচ্ছিল কংগ্রেসকে। মঙ্গলবারই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যে গুয়াহাটিতে রাহুল বলেছিলেন, ‘‘আমাদের (কংগ্রেস-তৃণমূলের) যে আসন বোঝাপড়ার প্রক্রিয়া রয়েছে, তা চলছে। তার ফলাফল আসবে। ওই বিষয়ে আমি এখানে কোনও মন্তব্য করব না।’’ তারপরই বলেন, “মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক এবং দলের সম্পর্ক খুবই ভাল। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এই রকম বিতর্ক হয়। আমাদের কেউ কিছু বলে দেন। ওঁদের কেউ কিছু বলে দেন। এটা স্বাভাবিক নয়। কিন্তু সে সব এতে (আসন সমঝোতা) বাধা হয়ে দাঁড়াবে না।”

বুধবার মমতা বলেন, 'বাংলায় কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই'। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এই যে আমাদের রাজ্যে ন্যায় যাত্রা আসছে, আমাকে তো একবারও বলেনি।” মমতা আরও যোগ করেছেন, আঞ্চলিক দলগুলি এগিয়ে যেতে এবং নিজেরাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সেই ক্ষমতা তাদের রয়েছে। মমতার দাবি যে কংগ্রেস তার সঙ্গে কোনরমক যোগাযোগ করেনি বা তাকে রাহুল গান্ধীর বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য আমন্ত্রণ জানায়নি। এদিকে বৃহস্পতিবার শুরু হতে চলেছে বাংলায় রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা।

কংগ্রেসের তরফে জয়রাম রমেশ মমতার এই মন্তব্যের পর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলেন, “আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্যটি ভাল করে বিবেচনা করেন, তিনি বলেছেন যে তিনি বিজেপিকে পরাজিত করতে চান। যে তিনি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবেন না। আমরা সেই চেতনা নিয়ে বাংলার প্রবেশ করছি,” । তিনি আরও উল্লেখ করেছেন, "টিএমসি, বিশেষ করে মমতা বন্দোপাধ্যায় বড় মাপের নেত্রী এবং ইন্ডিয়া জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমরা মমতাকে ছাড়া জোট কল্পনা করতে পারি না…! আমরা আশাবাদী কিছু না কিছু পথ বেরিয়ে আসবে এবং ইন্ডিয়া জোট বাংলায় ঐক্যবদ্ধ হয়ে লড়বে এবং সব দলের মধ্যে সহযোগিতা থাকবে "।

আরও পড়ুন : < Sheikh Shahjahan: শুধু তল্লাশিতেই ক্ষান্ত নয়, সন্দেশখালির ‘ফেরার’ শাহজাহানকে হাতে পেতে এবার কী করল ইডি? >

রমেশের বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে, একজন প্রবীণ টিএমসি নেতা বলেন, "দুই সপ্তাহের মধ্যে দুই দলের মধ্যে কোনও আলোচনা হয়নি। কংগ্রেসকে ২টি আসনের প্রস্তাব দেওয়া হয়েছিল"। তারা তা প্রত্যাখ্যান করে"। যাত্রা সম্পর্কে মমতার মন্তব্যে রমেশ বলেন, 'আমি জানি না কোন প্রেক্ষাপটে তিনি একথা বলেছেন'।

Mamata Banerjee CONGRESS
Advertisment