Advertisment

প্রতিষ্ঠা দিবসে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

মঙ্গলবার সিক্স লেন লাগোয়া ভাঙড়ের হাতিশালায় একশো মিটারের দূরত্বে দুটি আলাদা আলাদা কর্মীসভা করেন রেজ্জাক মোল্লা ও আরাবুল ইসলাম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতিষ্ঠা দিবসে মুখোমুখি

দলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল। মঙ্গলবার ভাঙড়ে মাত্র ১০০ মিটারের ব্যবধানে দুই প্রান্তে মঞ্চ বেঁধে দলের ২১ তম প্রতিষ্ঠা দিবস পালন করল ভাঙড়ের বিধায়ক তথা মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা গোষ্ঠী ও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আরাবুল ইসলাম গোষ্ঠী। ভাঙড়ের একই রাস্তার দুই প্রান্তে তৃণমূলের দুই গোষ্ঠীর প্রতিষ্ঠা দিবসকে ঘিরে এদিন দিনভর উত্তেজনা চলে দুই শিবিরের মধ্যে।

Advertisment

মঙ্গলবার ভাঙড়ে দলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করে কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রেজ্জাক-আরাবুল একে অপরের বিরুদ্ধে মন্তব্য করেন। তবে কেউ কারো নাম উল্লেখ করেন নি। স্রেফ ইঙ্গিতেই বিষোদগার করেন কর্মীদের সামনে।

আরও পড়ুন: ভাঙড় পাওয়ার গ্রিড নিয়ে বৈঠক ফলপ্রসূ, জানাল দু পক্ষই

মঙ্গলবার সিক্স লেন লাগোয়া ভাঙড়ের হাতিশালায় একশো মিটারের দূরত্বে দুটি আলাদা আলাদা কর্মীসভা করেন রেজ্জাক ও আরাবুল। রেজ্জাকের সভায় তাঁর পুত্র ও স্থানীয় জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদ ছাড়াও আরাবুল বিরোধী জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন, হবিবর রহমান, মিজানুর রহমান, আব্দুর রহিম ছিলেন। অন্যদিকে ভাঙড়ের তৃণমূল ব্লক সভাপতি ওহিদুল ইসলাম, জুলফিকর মোল্লাকে নিয়ে পথসভা করেন আরাবুল।

রেজ্জাক বলেন, "ভাঙড়ে এক শ্রেণির নেতা তোলাবাজি চালাচ্ছেন, সিন্ডিকেট চালাচ্ছেন। অনেকরম দুর্নীতি আছে এখানে। সেগুলো সব বন্ধ করতে হবে। তবে সবার আগে এক হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে।" রেজ্জাকের সুরে সুর মিলিয়ে আরাবুল-ওহিদুল জুটিকে নিশানা করে হবিবর, নান্নুও স্বজনপোষণ, দুর্নীতি নিয়ে সরব হন।

রেজ্জাকের বক্তব্যের পাল্টা দিয়ে আরাবুল বলেন, "যিনি দুর্নীতির অভিযোগ করছেন তিনি আগে নিজের ঘর সামলান। নিজের ছেলে যাতে নিউটাউনে সিন্ডিকেট চক্র বন্ধ করে সে ব্যপারে উদ্যোগ নিন।" আরাবুল আরও বলেন, "অনেকেই অন্য দল থেকে জার্সি পাল্টে এই দলে এসে ছড়ি ঘোরাচ্ছে। আমি-ওহিদুল বুক চিতিয়ে দলের কাজ করে আসছি কঠিন সময় থেকে।"

tmc Bhangar
Advertisment