বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস গ্রহণ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার, বিধানসভার ভিতরেই দলত্যাগী বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বাড়িতে আয়কর হানার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই এ দিন রায়গঞ্জের দলত্যাগী বিজেপি বিধায়ক বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস দেওয়া হয়েছে।
আয়কর হুঁশিয়ারি নিয়ে বুধবার বিধানসভায় তুমুল উত্তেজনা ছড়ায়। বাজেট ভাষণ নিয়ে আলোচনার সময় বলতে ওঠেন শুভেন্দুবাবু। রাজ্য প্রশাসনের একাধিক গাফিলতির তুলে ধরছিলেন তিনি। প্রশ্ন তুলছিলেন রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে। তখনই বিরোধী বেঞ্চে বসেই শুভেন্দুবাবুকে বাধা দিচ্ছিলেন বিজেপিত্যাগী কৃষ্ণ কল্যাণী।
অভিযোগ, এর পরই অধিবেশন বয়কট করে বেরিয়ে যাওয়ার সময় শুভেন্দুবাবু কৃষ্ণ কল্যাণীর দিকে এগিয়ে যায়। বলেন, 'কাল আপনার বাড়িতে আয়কর হানা হবে।' সঙ্গে সঙ্গে বিষয়টিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, 'এতে বোঝা যায় কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কারা চালায়।'
শুভেন্দু অধিকারী অবশ্য অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। গতকালই বিদানসভায় সাংবাদিক বৈঠকে বলেছেন, 'আমি অনরেকর্ড একথা বলে থাকলে প্রমাণ দিক আগে। মুখ্যমন্ত্রী চোখ দিয়ে শুনছেন ও কান দিয়ে দেখছেন।'