/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/abhisek-banerjee.png)
মেঘালয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
'আমাদের সমস্ত কৃষকরা আরও শক্তি পেলেন! তাঁদের দীর্ঘ এবং কঠিন সংগ্রাম, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাঁদের দৃঢ়তা এবং সংকল্প দেখিয়েছে।' কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারে প্রতিক্রিয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রের নতুন তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবি ওঠে সর্বত্র। এমনকী আইন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছে। শীর্ষ আদালত অবশ্য ওই তিনটি কৃষি আইন কার্যকরের ওপর স্থগিতাদেশ জারি করেছে। দেশজুড়ে চলা একটানা প্রতিবাদ-বিক্ষোভের জেরে আজই তিনটি আইন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বলেন, ‘এই আইন আনার পিছনে আমাদের সত্ উদ্দেশ্য ছিল। শুরু থেকেই কৃষকদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছি। তিনটি আইনকে স্বাগতও জানিয়েছিল একাধিক কৃষক সংগঠন। তবে দু’বছর ধরে সেই আইনের প্রয়োগ বন্ধ রাখা হয়েছিল। এবার তিনটি কৃষি আইনই প্রত্যাহার করে নেওয়া হল।’
গোটা দেশের কৃষকদের সম্মিলিত প্রতিবাদের জেরেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পরপরই টুইটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'আমাদের সমস্ত কৃষকরা আরও শক্তি পেলেন!তাঁদের দীর্ঘ এবং কঠিন সংগ্রাম, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাঁদের দৃঢ়তা এবং সংকল্প দেখিয়েছে। গণতন্ত্রে ভিন্নমতের এটিই আসল শক্তি। আমি প্রত্যেক কৃষককে তাঁদের সাহসের জন্য অভিনন্দন জানাই।'
আরও পড়ুন- ‘এই জয় আপনাদের’, কৃষি বিল প্রত্যাহারে কৃষকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই ঘোষণায় কৃষকদের জয় দেখছেন। এদিন টুইটে তিনি লিখেছেন, , ‘বিজেপির নিষ্ঠুরতায় বিভ্রান্ত না হয়ে নিরলসভাবে লড়াই চালিয়ে যাওয়া কৃষকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই জয় আপনাদের। এই লড়াইয়ে যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রত্যেকের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’
দেশজুড়ে সাঁড়াশি প্রতিবাদের জেরে শেষমেশ পিছু হঠেছে কেন্দ্রীয় সরকার। এদিন নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ গুরু নানকের জন্মদিনে বড়সড় এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি এদিন বলেন, ‘এই আইন আনার পিছনে আমাদের সত্ উদ্দেশ্য ছিল। শুরু থেকেই কৃষকদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছি। তিনটি আইনকে স্বাগতও জানিয়েছিল একাধিক কৃষক সংগঠন। তবে দু’বছর ধরে সেই আইনের প্রয়োগ বন্ধ রাখা হয়েছিল। এবার তিনটি কৃষি আইনই প্রত্যাহার করে নেওয়া হল।’
More power to all our FARMERS!
Their long and arduous struggle, their grit and determination against all adversities has shown @BJP4India their true place.
This is the real POWER OF DISSENT in a Democracy and I salute each and every farmer for their courage. #MyIndia— Abhishek Banerjee (@abhishekaitc) November 19, 2021
আরও পড়ুন- পিছু হঠল কেন্দ্র, বিতর্কিত তিনটি কৃষি বিলই প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর
উল্লেখ্য, দেশজুড়ে প্রবল প্রতিবাদের জেরে শেষমেশ পিছু হঠেছে কেন্দ্রীয় সরকার। বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা করেন নরেন্দ্র মোদী। কৃষকদের ফের জমিতে ফিরে চাষের কাজে মনোনিবেশের বার্তা প্রধানমন্ত্রীর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন