Advertisment

'কুৎসা নয় বিরোধী দলনেতার মতো আচরণ করুন', শুভেন্দুকে বার্তা অভিষেকের

TMC Leader Abhishek Banerjee Press Meet: 'বিজেপি আগে পরিবারতন্ত্র বন্ধ করুক'

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek, Suvendu

এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে আক্রমণ করেন তিনি। ছবি: ফেসবুক

তৃণমূলে দায়িত্ব বাড়ার পর সোমবার সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'দল আমাকে নতুন দায়িত্ব দিয়েছে, আমি কৃতজ্ঞ।' বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারীকে গঠনমূলক দায়িত্ব পালনের আবেদন জানান অভিষেক। এমনকি সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের বিকাশে কী পরিকল্পনা এদিন স্পষ্ট করেছেন এই সাংসদ। কী বললেন তিনি?

Advertisment

দিল্লির বশ্যতা মেনে অহেতুক কুৎসা নয়

কুৎসা না করে বিরোধী দলনেতার মতো আচরণ করুন

বাংলার ভোটে কমিশনের ভূমিকা নিরপেক্ষ ছিল না

বহিরাগতদের বশ্যতা স্বীকার করেনি বাংলা

ভিন রাজ্যে ভোট শতাংশ বাড়াতে লড়ব না, সেই রাজ্য জিততেই লড়বে

শুধু সাংসদ-বিধায়ক বাড়াতে ভোটে লড়ব না,

বিজেপিকে হারাতে নয়, দেশকে বাঁচাতে যাব

বাংলার রায় গোটা দেশকে পথ দেখিয়েছে

বিজেপি আগে পরিবারতন্ত্র বন্ধ করুক

রাজনৈতিক দলে সেকেন্ড-ইন-কমান্ড বলে কিছু হয় না

তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী

কেবল দলত্যাগীরা নয়, বিজেপির নির্বাচিত বিধায়করাও যোগাযোগ করছেন

এই বিষয়ে আমাদের দলের মধ্যে আলোচনা হয়েছে

এদিকে, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে সোমবার ফের সরব হয়েছিলেন তথাগত রায়। সোমবার টুইট করে সায়নীর পদন্নোতি প্রসঙ্গে প্রবীণ এইন রাজনীতিবিদ টেনে আনেন সেই ‘শিবলিঙ্গ ও কন্ডোম’ প্রসঙ্গ। তিনি ট্যুইটে প্রশ্ন তোলেন সায়নীকে গুরুত্ব দিয়ে কি তৃণমূল হিন্দুদের অপমান করতে চাইছে? এর জবাবে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়বলেন, ‘‘বাংলায় হিন্দু-মুসলমান ভাগাভাগি চলে না। সেটা ভোটের রায়েই স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কেউ যদি হারের পরেও না শেখে তবে কিছু করার নেই।’’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

abhishek banerjee Press Meet bjp tmc Suvendu Adhikari as opposition Leader
Advertisment