ব্যান্ডেলের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠল বাংলায়। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধানজমি থেকে উদ্ধার করা হয়েছে তৃণমূলের বুথস্তরের নেতা গণেশ ভুঁইয়ার দেহ। মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে বাইক ও লাঠি। পিটিয়ে খুন করা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, এ ঘটনায় তারা জড়িত নয় বলে দাবি করেছে বিজেপি। ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের’ জেরেই খুন বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।
আরও পড়ুন: ব্যান্ডেলে তৃণমূল নেতাকে ‘গুলি করে খুন
ঠিক কী অভিযোগ?
নিহতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, গতরাতে চককিশোর গ্রামের বাড়ি থেকে গণেশকে ডেকে নিয়ে গিয়ে পাশের গ্রামে খুন করা হয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এ ঘটনার নেপথ্যে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে। এ প্রসঙ্গে নিহতের স্ত্রী বলেন, ‘‘গুলি করে মেরেছে আমার স্বামীকে। বিজেপির লোকেরাই দায়ী। আমার স্বামী তৃণমূল করত’’।
আরও পড়ুন: ঝাড়গ্রামে কীর্তনের আসরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী
এ ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, ‘‘বিজেপি খুন-সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাইছে। চারদিকে হামলা, খুন, লুঠ করে বিজেপি আসল চরিত্রের পরিচয় দিচ্ছে। তৃণমূল ধৈর্য ধরে গণতন্ত্রকে রক্ষা করার কাজ করছে। ২০১১ সালে নির্বাচনে জয়ের পর তৃণমূল কোনও হামলা করেনি’’। অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, ‘‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। দুই গোষ্ঠীর লড়াই চলছে দীর্ঘদিন ধরে, সকলে জানেন একথা। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে খুন, এটা পরিষ্কার জানেন এলাকার মানুষ। বিজেপির এতে কোনও হাত নেই’’।
উল্লেখ্য, গত শনিবার সাতসকালে ব্যান্ডেন স্টেশনে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা দিলীপ রামকে। এ ঘটনাতেও বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল শাসক শিবির। যদিও সে অভিযোগ অস্বীকার করে বিজেপি পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে।