Advertisment

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সম্পর্কে কু কথা অনুব্রত মণ্ডলের

নেতা খুন নিয়ে কথা বলার সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কে অনুব্রত যা বললেন, তা তাঁর কাছ থেকে খুব একটা অপ্রত্যাশিত নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অনুব্রত মণ্ডলের মাথায় রুপোর মুকুট পরিয়ে দিয়েছিলেন সদ্যনিহত দীপক ঘোষ

অনুব্রত মণ্ডল কুকথাখ্যাত। কয়েক দিন পরে পরেই নানাবিধ এদিক ওদিক কথা বলে তিনি শিরোনামে আসেন। সে শিরোনামে আসার কোনও ইতিবাচক কারণ থেকেছে কখনও, এমন দাবি তাঁর অতি বড় সমর্থকও করে উঠতে পারবেন না। কয়েক বছর আগে পুলিশের মাথায় বোম মারার কথা বলে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। তাঁকে বাঁচাতে আসরে নামতে হয়েছিল তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বলেছিলেন, অনুব্রতর মাথায় অক্সিজেন কম যায়, কোনও এক অসুস্থতার কারণে। সে নিয়েও তোলপাড় কম হয়নি। কিন্তু এ সবে দমিয়ে রাখা যায়নি বীরভূমের ডন বলে পরিচিত অনুব্রতকে। তিনি আছেন নিজের মেজাজে। অতি সম্প্রতি তাঁর বক্তব্যের একটি ভিডিও প্রকাশিত হয়, ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে এবং সোশাল মিডিয়াতেও। সেখানে এক মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তার ক দিন আগে, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে হিংসার বাতাবরণের মাঝেই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকা প্রসঙ্গে তাঁর লব্জ রাজ্যের আঙিনা ছাড়িয়ে দেশেও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে অনুব্রতর মন্তব্য ধাওয়া করেছে বর্ষীয়ান ও সম্মাননীয় কবি শঙ্খ ঘোষকে। শঙ্খবাবু যখন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকা নিয়ে হুল ফুটিয়ে কবিতা লিখেছিলেন, তাঁকে ফুৎকারে উড়িয়ে অনুব্রত জানিয়েছিলেন, শঙ্খ ঘোষের কবিতা তিনি পড়েননি।

Advertisment

এ হেন অনুব্রত, এবং নেতিবাচক কারণে বারবার তাঁকে নিয়ে খবর হওয়ার ব্যাপারে অভ্যস্ত হয়ে পড়েছেন অনুব্রত। দিন দিন আরও লাগামহীন হচ্ছেন তিনি। কিছুদিন আগে এই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পোর্টালে এক সাক্ষাৎকারে অনুব্রত জানিয়েছিলেন, তাঁকে নাকি কেউ কেউ গান্ধীর সঙ্গে তুলনা করেন। জানিয়েছিলেন বিভিন্ন গ্রামের কথা, যেখানে গেলে তাঁর সম্পর্কে কোনও খারাপ কথা গ্রামবাসীরা মানবে না।

সেই অনুব্রতর গড়ে দুদিন আগে খুন হয়েছেন, তাঁর দলেরই এক নেতা। সে নেতা খুন নিয়ে কথা বলার সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কে অনুব্রত যা বললেন, তা তাঁর কাছ থেকে খুব একটা অপ্রত্যাশিত নয়।

তবে অনুব্রতর এ হেন মন্তব্য নিয়ে কিন্তু বিজেপি মহল থেকে প্রতিবাদ ওঠেনি। তাহলে কি অনুব্রতর কুকথাকে আর কেউ গুরুত্বও দিচ্ছে না?

anubrata mondal dilip ghosh Birbhum
Advertisment