Advertisment

'ভোট কেটে লাভ নেই, তাই উত্তর প্রদেশে লড়াই নয়', সপা-র প্রচারে লখনউ রওনা মমতার

লখনউয়ে সমাজবাদী পার্টির হয়ে প্রচার সারবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসীতেও যেতে পারেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc Mamata Banerjee left for Uttar Pradesh to campaign for the Samajwadi Party

মমতা বন্দ্যোপাধ্যায়।ফাইল ছবি

লখনউ রওনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতেই উত্তর প্রদেশ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কাটতে চান না বলেই উত্তর প্রদেশের আসন্ন নির্বাচনে তাঁর দল লড়াই করছে না বলেও এদিন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে উত্তর প্রদেশের নির্বাচনে না লড়লেও পঞ্জাবের নির্বাচনে তৃণমূল লড়াই করবে বলে এদিন জানিয়েছেন তৃণমূলনেত্রী।

Advertisment

রবীন্দ্র সদনে প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা নিবেদনে আয়োজিত অনুষ্ঠান সেরেই উত্তর প্রদেশ রওনা তৃণমূলনেত্রীর। উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা ভোট এবার সাত দফায় অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম পর্বের ভোট শুরু আগামী ১০ ফেব্রুয়ারি। উত্তর প্রদেশে তাঁর দল লড়াই না করলেও সমাজবাদী পার্টিকেই যে তাঁরা সমর্থন করবেন বহু আগেই তা জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের হয়ে প্রচারের জন্য তৃণমূল সুপ্রিমোকে আমন্ত্রণ জানিয়েছেলেন অখিলেশ যাদব। মুলায়ম-পুত্রের আবেদনে সাড়া দিয়েই এবার উত্তর প্রদেশ সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির সমর্থনে লখনউয়ে প্রচার সারবেন মমতা। বারাণসীতেও যেতে পারেন তৃণমূলনেত্রী। এদিন লখনউ রওনা হওয়ার আগে তৃণমূলনেত্রী বলেন, ''অখিলেশ যাদব আমন্ত্রণ জানিয়েছেন। উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি জিতুক এটাই চাই। সমাজবাদী পার্টির হয়ে প্রচারে লখনউ যাচ্ছি। অখিলেশ যে লড়াই করেছেন তাতে ওঁর পাশে সবার থাকা উচিত।''

আরও পড়ুন- তৃণমূলের পুর-তালিকা বিভ্রাটের মাঝেই কড়া ঘোষণা পার্থর, সমর্থন মমতার

একুশের ভোটে বিপুল সাফল্য নিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পর থেকেই অন্য বেশ কয়েকটি রাজ্যে সংগঠন সাজানোর কাজ শুরু করেছে জোড়াফুল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন, তাঁর দল উত্তর প্রদেশ, গুজরাতের নির্বাচনেও এবার লড়াই করবে।

তবে উত্তর প্রদেশে ভোট কাটাকাটি আটকাতেই তৃণমূল লড়াইয়ে নেই বলে এদিন জানিয়েছেন মমতা। তৃণমূলনেত্রী বলেন, ''উত্তর প্রদেশের ভোটে তৃণমূল লড়াই না করলেও প্রচারে যাচ্ছি। একসঙ্গে ভোটে লড়াই করলে ভালো হতো। কিন্তু ভোট কেটে লাভ নেই।'' তবে উত্তর প্রদেশের নির্বাচনে না লড়লেও পঞ্জাবের লোকসভা নির্বাচনে তৃণমূল লড়বে বলে এদিন জানিয়েছেন তৃণমূলনেত্রী।

tmc Mamata Banerjee Samajwadi Party Uttar Pradesh Poll 2022
Advertisment