Advertisment

Trinamul Shahid Diwas LIVE Updates: বিজেপি গোল্লায় যাক, সিপিএম ধাক্কা খাক

আজ শহীদ দিবসের ২৫ বছর। পঞ্চায়েত ভোটের পর এই প্রথম ২১ জুলাই, ২০১৯ লোকসভা ভোটের আগে শেষ ২১ জুলাই। আজ সকাল থেকে শুরু হয়ে গেছে মানুষের জমায়েত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সারি সারি ছাতা, সবাই মুখ্যমন্ত্রীর অপেক্ষায়

১৯৯৩ সালে কলকাতার রাজপথে যুব কংগ্রেসের মহাকরণ ঘেরাও কর্মসূচিতে গুলি চালিয়েছিল পুলিশ। সেদিন ১৩ জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, জখম হয়েছিলেন আরও অনেকে। তখন যুব কংগ্রেসের রাজ্য় সভানেত্রী ছিলেন মমতা। সেই শহিদ স্মরণের রাশ এখন তৃণমূল কংগ্রেসের হাতে। আজ শহীদ দিবসের ২৫ বছর। পঞ্চায়েত ভোটের পর এই প্রথম ২১ জুলাই, ২০১৯ লোকসভা ভোটের আগে শেষ ২১ জুলাই।

Advertisment

আজ সকাল থেকে শুরু হয়ে গেছে মানুষের জমায়েত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এখন যেন রেষারেষি চলছে, কোন জেলা কত লোক আনতে পারে। নদীয়া বলছে পাঁচ লক্ষ, তো দুই ২৪ পরগণা বলছে ১৫ লক্ষ। সারা রাত বাসে করে এসেছেন অনেকেই,.এসে বিরিয়ানি বা ডিমভাত খেয়ে মঞ্চের দিকে রওয়ানা হচ্ছেন। মঞ্চ থেকে কী বার্তা দেন মমতা সেই দিকেই তাকিয়ে প্রত্যেকে। ধর্মতলা চত্বরে উপচে পড়া ভীড়। বছর ঘুরলেই লোকসভা ভোট। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে শহর।

1.57 pm: বেশ কিছু স্লোগান দিয়ে সভা শেষ হওয়ার উপক্রম, নেতৃত্বে মুখ্যমন্ত্রী, মঞ্চে একঝাঁক টলিউড তারকা

publive-image সভাশেষে জয়ধ্বনি

1.54 pm: জাতীয় সংগীত সভার শেষে

1.43 pm: 'হিন্দু ধর্মকে অসম্মান করছে বিজেপি, কেউ তাদের সেই অধিকার দেয়নি'

1.32 pm: আকাশের মেঘ কেটে গেছে, আকাশ হাসছে, তার মানে বিজেপি যাবে, বললেন মমতা


1.22 pm: দেশের প্রতিটা রাজ্য ধরে ধরে ২০১৯-এ বিজেপির আসন সংখ্যা কিভাবে কমে ১০০ তে দাঁড়াবে তার হিসেবে দিলেন মুখ্যমন্ত্রী

1.17 pm: 'সিপিএমের হার্মাদ, এখন বিজেপির ওস্তাদ'

1.16 pm: বিজেপি টাকা দিচ্ছে, বাইক দিচ্ছে, মিথ্যে কথা বলছে, নদীয়া মুর্শিদাবাদে গ্যাস ডিলারশিপ পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর

1.14 pm: ২০১৯ লোকসভা নির্বাচন কে সামনে রেখে ঝাঁপিয়ে পড়তে চায় তৃণমূল, তাই দেশের অন্য নেতাদের হাজির করবেন ব্রিগেডে, বললেন মমতা

1.12 pm: একগুচ্ছ বিশেষ দিনের ঘোষণা মমতার, তার মধ্যে ৯ অগাস্ট আদিবাসী দিবস

1.09 pm: ১৯ জানুয়ারি ব্রিগেড থেকে দেশ দখলের ডাক দিলেন মমতা, ২৮ জুলাই মেদিনীপুরে তৃণমূলের সভার ঘোষণা করলেন

1.08 pm: ২২ লক্ষ টাকা লাগে ট্রেন ভাড়া, একজন কর্মী কাটা পড়েছেন আসতে গিয়ে, উনি রেল মিনিস্টার থাকাকালীন বিনামূল্যে ট্রেন দিতেন, বললেন মমতা

1.00 pm: একুশের মঞ্চে উঠলেন মুখ্যমন্ত্রী, বিপুল শব্দ তরঙ্গ তুলল জনতা

publive-image বৃষ্টিতে ভিজলেন মুখ্যমন্ত্রীও

12.59 pm: চন্দন মিত্র, মইনুল হাসান, বিশ্বজিৎ দেব, তারিক আনোয়ার, সমর্থক সমেত যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

12.56 pm: মঞ্চে গান গাইছেন নচিকেতা

12.53 pm: উপস্থিত গণ্যমান্যের সঙ্গে কিছুক্ষন কথোপকথন মমতার

12.52 pm: ববি হাকিমের বক্তব্যের মাঝখানেই এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে সঙ্গে তিনি বক্তব্য থামিয়ে দিয়ে মঞ্চ থেকে শুরু করলেন স্লোগান

12.50 pm: ববি হাকিমের বক্তব্যের প্রধান বিষয়, বিজেপি এবং মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ

publive-image সকাল থেকে জমায়েত হওয়া মানুষদের জন্য খাদ্য

12.47 pm: মমতার সারাজীবনটাই আন্দোলন, বললেন ফিরহাদ 'ববি' হাকিম। আরও বললেন, আর 'আচ্ছে দিন' চাই না, 'বুরে দিন' ফিরে আসুক

12.41 pm: মমতা ব্যানার্জির প্রোগ্রামে বৃষ্টি মানেই সাফল্য, বললেন সুদীপ


12.32 pm: সুদীপের বক্তব্যের মাঝখানে শুরু হলো টিপু সুলতান মসজিদের আজান। আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে ফের বলা শুরু করলেন।

publive-image বৃষ্টি মাথায় নিয়ে

12.23 pm: আবার বৃষ্টি শুরু, কেউ এক চুল নড়ছেন না

12.21 pm: সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন কেন্দ্রীয় সরকারের নীতি এখন হিন্দু-মুসলমান, শ্মশান-কবরস্থান। মুষ্টিমেয় কিছু পুঁজিপতি সরকার নিয়ন্ত্রণ করছেন

publive-image মুখ্যমন্ত্রীর কাট আউটের সঙ্গে সেলফি

12.17 pm: প্রধানমন্ত্রীর মেদিনীপুর সভায় সামিয়ানা ভেঙে পড়া নিয়ে কটাক্ষ করে অভিষেক বললেন, 'আগে প্যান্ডেল সামলাক, তারপর রাজ্য চালানোর কথা ভাববে।' আরও বললেন, 'দশ হাজার লোকের সভা সামলাতে পারে না, রাজ্য কী করে সামলাবে?'

12.15 pm: ২০১৯, বিজেপি ফিনিশ, বললেন অভিষেক, তৃণমূলের লক্ষ্য ৪২ এ ৪২।

12.13 pm: বিদ্যাসাগর সেতুতে তীব্র যানজটের খবর

12.10 pm: বক্তব্য রাখতে উঠলেন তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমুল জয়ধ্বনি

12.09 pm: মমতার জায়গা নেওয়া অত সহজ নয়, বললেন তৃণমূল রাজ্য কমিটির সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

publive-image তিল ধারণের স্থান নেই ধর্মতলা অঞ্চলে

12.06 pm: মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ি থেকে রওয়ানা দিয়েছেন সভার উদ্দেশ্যে

12.04 pm: 'বিজেপি হটাও' স্লোগান দিয়ে মঞ্চ ছাড়লেন শুভেন্দু

12 noon: বক্তব্য রাখলেন সুব্রত মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। নতুন কথা কিছু নয়, মূলত দলনেত্রীর জয়গান, এবং ২১ জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। সুব্রতবাবু এও বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো কথা রাখেননি

11.58 am: ১৯টি জায়গায় রাখা হয়েছে অ্যম্বুলেন্স পরিষেবা, পার্ক স্ট্রিটে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প

11.50 am: ভিকটোরিয়া হাউসের ওপর থেকে পুলিশের নজরদারি

publive-image নিরাপত্তার বলয়ে গোটা এলাকা

11.49 am: নিজেদের স্বাস্থ্য ভুলে রাজ্যের স্বাস্থ্যকে প্রাধান্য দিন, বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

11.43 am: শহরের রাস্তাঘাট বন্ধের দিনের চেহারা নিয়েছে। নিত্য যাত্রীরা অশেষ ভোগান্তির সম্মুখীন

publive-image বাসে বাদুড়ঝোলা সাধারণ মানুষ

publive-image ভিজছেন পুলিশ কর্মীরাও

11.37 am: আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী দু ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

11.30 am: আবু তাহের, সাবিনা ইয়াসমিন, সমর মুখার্জী, অপূর্ব সরকার, অকরুজ্জামন, এই পাঁচ কংগ্রেস এমএলএ মঞ্চে

publive-image মঞ্চ ভরে উঠছে

11.20 am: ধীরে ধীরে চারদিকের রাস্তা বন্ধ হতে শুরু করেছে, বৃষ্টি এখনো জোর কদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

11.00 am: আনুষ্ঠানিকভাবে সভা শুরুর সময় এগিয়ে এসেছে

10:00 pm: বৃষ্টি অব্যাহত, সবাই উপেক্ষা করছেন। রেনকোট পরে হাজরা মোড় মিছিলের নেতৃত্ব দিচ্ছেন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়।

9:45 am:

publive-image

Advertisment