ফের একবার জাতীয়স্তরে পদ্ম বিরোধিতায় শান তৃণমূলের। এবার অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে একজোট হতে চিঠিতে বার্তা মুখ্যমন্ত্রীর। সিবিআই, ইডি, আয়কর বিভাগের মতো সংস্থাগুলিকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে বিজেপি, এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের মোদীর সরকারের বিরুদ্ধে অবিজেপি প্রতিটি রাজ্যকে একজোট হতে আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি বিরোধী একাধিক দলের শীর্ষনেতাদেরও একই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে একজোট হতে আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ''দেশের সাংবিধানিক পরিকাঠামোয় আঘাত আনছে বিজেপি। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা যেমন সিবিআই, ইডি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, আয়কর বিভাগকে দিয়ে বিরোধীদের টার্গেট করা হচ্ছে। দেশজুড়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে। এবার এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার সময় এসেছে।''
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, রাজ্যে-রজ্যে বিশেষ করে নির্বাচনের সময় কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে বিজেপি। বিরোধীদের উপর চাপ বাড়াতেই ভোটের সময় এই কৌশল নেয় গেরুয়া শিবির, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর। গেরুয়া দল শাসিত রাজ্যগুলি এক্ষেত্রে ছাড় পেলেও অবিজেপি রাজ্যগুলিকেই নিশানা করা হয় বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির বিরুদ্ধে এবার তাই সর্বভারতীয় স্তরে জোট বাঁধার আহ্বান তৃণমূল সুপ্রিমোর। চিঠিতে বন্দ্যোপাধ্যায় অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে আরও লিখেছেন, ''সবাই সবার সুবিধা মতো একসঙ্গে আলোচনায় বসতে হবে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।''
আরও পড়ুন- শহর থেকে জেলা, বাম ধর্মঘটের শেষ দিনেও ভোগান্তি সর্বত্র
চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ''প্রতিহিংসার জন্যই বিরোধীদের টার্গেট করা হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষদের হেনস্থা করা হচ্ছে। সংসদে পাশ হচ্ছে দিল্লি স্পেশাল পুলিশ ও সিভিসি সংশোধনী। এর জেরে ইডি, সিবিআই অধিকর্তাদের কাজের মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়ানো যাবে। এটি সুপ্রিম কোর্টের আগের রায়ের পরিপন্থী।''
উল্লেখ্য, এর আগেও বিজেপি বিরোধিতায় সর্বভারতীয়স্তরে জোট বাঁধার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর সেই ডাকে সাড়াো দিয়েছিল বিজেপি বিরোধী একাধিক রাজ্য। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনরা উৎসাহ দেখিয়েছিলেন। তবে শেষমেশ সেই উদ্যোগ বিশেষ এগোয়নি। তবে এবার ফের একবার বিজেপি বিরোধিতায় জাতীয়স্তরে একজোট হওয়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।