Advertisment

বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের অর্জুন সিং

বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। মুকুল রায়ের হাত ধরে পদ্মবাহিনীতে যোগ দিলেন অর্জুন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Elections 2019: দু’একদিনে প্রার্থী তালিকা প্রকাশ প্রদেশ কংগ্রেসের

মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে অর্জুন সিং। ছবি: টুইটার।

লোকসভা ভোটের মুখে আবারও তৃণমূলের ঘরে ভাঙন। বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক অর্জুন সিং। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি সদর দফতরে পদ্ম পতাকা হাতে তুলে নিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক। মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়ের হাত ধরে এদিন পদ্ম শিবিরে যোগ দেন অর্জুন।

Advertisment

আরও পড়ুন, বিজেপিতে অনুপম হাজরা, ‘কথা রাখলেন’ মুকুল

প্রসঙ্গত, ব্যারাকপুরে এবার তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য মুখিয়ে ছিলেন অর্জুন। কিন্তু ওই কেন্দ্রে এবারও দীনেশ ত্রিবেদীর উপরই আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর এহেন সিদ্ধান্তে প্রকাশ্যে রা না কাড়লেও অর্জুন 'ক্ষুব্ধ' হন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।

ভোটের মুখে দলবদল নিয়ে বুধবার সরব হয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেছিলেন, "দু’একজন প্রার্থী হতে চায়, কারও কারও একটু বেশি লোভ রয়েছে। তাদের দু’একজনকে নিল কি নিল না, আমার কিছু যায় আসে না। কারণ, একদিন তারা বুঝতে পারবে ওই দল কী। যাদের কোনও আদর্শ, উদ্দেশ্যে নেই। আমি তো অনেককে ডেকে বলেছি, তোরা চলে যা, তোদের মুক্তি দিয়ে দিচ্ছি, গেলে বেঁচে যাই।"

আরও পড়ুন, West Bengal Lok Sabha Elections 2019 LIVE Updates: বিজেপিতে তৃণমূলের অর্জুন সিং?

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে তৃণমূলের অনেকেই পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছেন। ক’দিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা। এর আগে আরও এক তৃণমূল সাংসদ মুকুলের হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছেন। তিনি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

lok sabha 2019 bjp tmc
Advertisment