Advertisment

বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার

হাওড়ায় প্রশাসনিক বৈঠক চলাকালীনই মাইক হাতে বৈশালীর বিরুদ্ধে কাটমানির অভিযোগ জানিয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বর্তমান তৃণমূল ব্লক সভাপতি তফসিল আহমেদ।

author-image
IE Bangla Web Desk
New Update
baishali dalmiya, বৈশালী ডালমিয়া

বৈশালী ডালমিয়া। ছবি: ফেসবুক।

তৃণমূলে কাটমানি ঝড় যেন থামার লক্ষণই নেই। এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বালির তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট ক্রীড়া প্রশাসক জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে। বালির বিধায়কের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। রবিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠক চলাকালীনই মাইক হাতে বৈশালীর বিরুদ্ধে কাটমানির অভিযোগ জানিয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বর্তমান তৃণমূল ব্লক সভাপতি তফসিল আহমেদ। এ নিয়ে নতুন করে অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। যদিও কাটমানি নেওয়ার কথা অস্বীকার করেছেন বৈশালী ডালমিয়া। বরং ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-র কাছে তাঁর দাবি, ‘কাউন্সিলর নির্বাচনে টিকিট দেব না’ বুঝতে পেরেই বিরোধিতা করতে এ অভিযোগ করেছেন দলের কাউন্সিলর।

Advertisment

আরও পড়ুন- ‘স্বামীর কথায় নুসরত কি বিজেপিতে যাচ্ছেন?’

কী বলেছেন বৈশালী ডালমিয়া?

কাটমানি নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জগমোহন-কন্যা বলেন, ‘‘আমি খুব স্ট্রেট-ফরওয়ার্ড। সামনে কথা বলতেই পছন্দ করি। যে লোকগুলো বলেছে, তাঁদের ২-৩ জনই আমাদের প্রাক্তন কাউন্সিলর। নিজেদের দলের লোকেরা নিজেরাই বলছেন! কংগ্রেস, সিপিএম, বিজেপি থেকে কেউ অভিযোগ করেনি। দলের লোকেরাই নিন্দা করছে! কিছুদিন পরই কাউন্সিলর নির্বাচন। যেহেতু ওরা অরাজকতা করেছে, তাই হয়তো আমি টিকিট দেব না। তাই সেই অনিশ্চয়তা থেকেই বিরোধিতা করছে"। এদিন আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি অভিযোগের সুরও শোনা গিয়েছে বৈশালীর গলায়। তিনি বলেন, "ওদের মতো হাওয়ায় কথা বলি না। ওরা কী কী বেআইনি কাজ করেছে, তার সব নথি রয়েছে আমার কাছে। একজন জনপ্রতিনিধি হিসেবে চাইব না মানুষের কোনও সমস্যা হোক। মানুষ বিশ্বাস করেই ভোট দিয়েছে’’।

আরও পড়ুন: কাটমানি শোধ করে বিজেপিতে আসতে হবে, বার্তা দিলীপ ঘোষের

তিনি কি এ ঘটনা দলনেত্রীকে জানিয়েছেন? জবাবে বৈশালী বলেন, ‘‘দলনেত্রীকে এরকম নোংরা কথা জানিয়ে বিব্রত করতে চাই না। উনি নিশ্চয়ই জানেন সবটা। দলের লোক দেখেছে, ফিরহাদ হাকিম স্যারের সামনে বলা হয়েছে। উনি খুব রেগে গিয়ে তিরস্কার করলেন ওই প্রাক্তন কাউন্সিলরকে। দিদি সব জায়গার খবর রাখেন’’।

আরও পড়ুন- শোভনকে ফের মেয়রের টিকিট, মন্ত্রী করার প্রস্তাব পার্থর, দাবি বৈশাখীর

উল্লেখ্য, জনপ্রতিনিধিদের কাটমানির টাকা ফেরতের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর এহেন নির্দেশের পরই বাংলার বিভিন্ন প্রান্তে কাটমানির টাকা ফেরতের দাবিতে ‘নজিরবিহীন’ ভাবে বিক্ষোভ প্রদর্শন চলে। বহু তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। এ বিষয়ে নিয়মিত বিরোধিদের আক্রমণের মুখে পড়ছে তৃণমূল। এই ঘটনাক্রমে বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার নামই সাম্প্রতিকতম সংযোজন।

tmc West Bengal All India Trinamool Congress
Advertisment